ভারতের অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন হৈমন্তী শুক্লা
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা ২০১৭ সালের ভারতের সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন। “সুগত সংগীত” বিভাগে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।
আজ (২১ জুন) ভারতীয় গণমাধ্যমে সংগীত নাটক অ্যাকাডেমির সভাপতি শেখর সেন এই তথ্য জানিয়েছেন।
শেখর সেনের কথায়, গত ৮ জুন ভারতের মণিপুর রাজ্যে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত-নাটক অ্যাকাডেমির সাধারণ সভা। সেখানে ওই বৈঠকেই শিল্পী হৈমন্তী শুক্লাকে অ্যাকাডেমির ২০১৭ সালের সম্মাননা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
জাতীয় এই স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ হলেও তেমন উদ্বেলিত নন হৈমন্তী। তার ভাষায়, “অনেক বছর ধরে আমি গান গেয়ে আসছি। গুণি-বড় শিল্পীদের সঙ্গে যেমন গান গেয়েছি, তেমননি নতুন শিল্পীদের সঙ্গেও উৎসাহ নিয়ে কাজ করেছি। কোনো দিন পুরস্কারের পেছনে ছুটিনি, সেটি আমার লক্ষ্যও ছিল না। আমার আত্মার অংশ গান। সেটিকে নিয়েই বাঁচতে চাই।”
“তবে আমার গান যারা শুনেন, সেই শ্রোতাদেরকেই আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই,” যোগ করেন ‘আমার বলার কিছু ছিল না’- এই শ্রোতাপ্রিয় গানের শিল্পী।
২০১৭ সালের এই অ্যাকাডেমি পুরস্কারের আরও দুই বাঙালি প্রাপক হলেন নাট্য পরিচালক বাপি বোস এবং পাপেট্রি-খ্যাত সুদীপ গুপ্ত।
Comments