পদ্মা সেতুর জন্যে অতিরিক্ত ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ
বহুল-কাঙ্ক্ষিত পদ্মা সেতুর জন্যে অতিরিক্ত এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট খরচ দাঁড়ালো ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেতু বিভাগ এক হাজার ১৬৩ হেক্টর জমি অধিগ্রহণের জন্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ চায়।
সেতু বিভাগের প্রস্তাবটি আজ (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, নদী শাসনের ফলে সেখানকার বর্জ্য পদ্মা নদীর তীরে রাখার জন্যে জমি অধিগ্রহণ করা প্রয়োজন। আর সেই জন্যেই এর খরচ বেড়ে গেছে।
পদ্মা সেতু প্রকল্প যখন পর্যালোচনা করা হবে তখন এই বাড়তি খরচ প্রকল্পের মোট খরচের সঙ্গে যোগ করা হবে।
পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ পর্যালোচনা হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। তখন এর মোট ব্যয় ছিল ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা।
Comments