‘অবসরে যেতে পারেন মেসি’
আইসল্যান্ড ম্যাচে পেনাল্টি মিস করেছেন, ক্রোয়েশিয়া ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। জাতীয় দলের জার্সি গায়ে লিওনেল মেসির হতাশা যেন দিন দিন বাড়ছে। আর ঠিক এ কারণেই মেসির সাবেক জাতীয় দল সতীর্থ পাবলো জাবালেতা বলছেন, বিশ্বকাপ শেষেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে পারেন মেসি!
এতদিন ধরে জাতীয় দলের জার্সিতে একটি বড় ট্রফির জন্য হাপিত্যেশ করে গেছেন মেসি। গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের এমন করুণ পরিণতিতে হতবাক জাবালেতা মনে করছেন, আর্জেন্টিনার হয়ে কিছু জেতার সুযোগ হারিয়ে ফেলেছেন মেসি। তাই তাঁর আশঙ্কা, জয়ের তাগিদ হারিয়ে ফেলায় জাতীয় দল থেকে অবসর নিয়ে নিতে পারেন মেসি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ২০১৪ আসরের গুরুত্বপূর্ণ সদস্য জাবালেতা বলেছেন, মেসির জন্য খারাপ লাগে তাঁর, ‘আমার মেসির জন্য খারাপ লাগে। ভীষণ খারাপ লাগে। আর্জেন্টিনার হয়ে কিছু জেতার এটাই শেষ সুযোগ ছিল ওর। সেটা যখন হচ্ছে না, বিশ্বকাপ শেষে ও অবসরে চলে গেলেও তাই আমি খুব একটা অবাক হব না। আরেকটি বিশ্বকাপ আসতে আরও চার বছর দেরি। ও ভীষণ হতাশ হয়ে পড়বে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ জাবালেতা। সাধারণ আর্জেন্টাইন সমর্থকের আবেগ যেন ছুঁয়ে যাচ্ছে তাঁকেও, ‘আর্জেন্টিনার মানুষ ভীষণ রেগে যাবে এই পারফরম্যান্সের পর। এই খেলোয়াড়দের থেকে সবারই আরও বেশি কিছু প্রত্যাশা ছিল। ব্রাজিলে তাঁরা জেতার এত কাছাকাছি চলে গিয়েছিল। এরপর টানা দুটি কোপা আমেরিকা ফাইনালে হারলো। এই বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার মানুষ ভীষণ রকমের ক্ষুধার্ত ছিল। এই ফলাফল তারা কিছুতেই মেনে নেবে না।’
এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাম্পাওলিকেই কিছু করতে হবে বলে মনে করছেন জাবালেতা, ‘ম্যানেজারকে খেলোয়াড়দের সাথে বসতে হবে। দলের সাথে এসব কী হচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। আর্জেন্টিনা দলের কাছ থেকে এরকম পারফরম্যান্স আমি আগে কখনোই দেখিনি। দলের মধ্যে জয়ের তাড়নার পরিষ্কার অভাব ছিল। আর এটা খুবই বিস্ময়কর।’
‘দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মনে হয় কাবায়েরোর অমন ভুলের পর দলের সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওই অবস্থা থেকে ফিরে এসে ম্যাচ জেতা খুব কঠিন।’
Comments