‘আর্জেন্টিনা দল হিসেবে খেলে না’

দলে আছে লিওনেল মেসির মতো মহাতারকা। তারপরেও আর্জেন্টিনা কেন কিছু জিততে পারছে না? কঠিন প্রশ্নের খুব সহজ উত্তর দিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়া মিডফিল্ডার ইভান পেরিসিচ। দল হিসেবে না খেলে শুধু মেসি নির্ভর হয়ে থাকাতেই আর্জেন্টিনার এমন দুর্দশা, বলছেন এই ক্রোয়াট তারকা। যতদিন দল হিসেবে খেলতে না শিখবে, ততদিন এই দুর্দশা কাটবে না বলেও মত দিয়েছেন পেরিসিচ।

এবারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন দুর্দান্ত ফর্মে। আর এদিকে মেসি ভীষণ নিষ্প্রভ। পেরিসিচ বলছেন, আর্জেন্টিনা দল হিসেবে খেলতে পারেনি বলেই রোনালদোর চেয়ে পিছিয়ে পড়েছেন মেসি, ‘লিওনেল মেসি ঠিক ততটাই ভালো, যতটা ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু আর্জেন্টিনাকে আগে শিখতে হবে, কীভাবে মেসিকে ঠিকভাবে ব্যবহার করা যায়। কেবল একজনের উপর নির্ভর করে কিছু জেতা যায় না। কেবল দল হয়ে খেললেই আপনি কিছু জিততে পারবেন। সামনে এগোতে হলে এই দিকটায় পরিবর্তন আনতেই হবে আর্জেন্টিনার।’

শুধু অন্য দল নয়, পেরিসিচ কথা বলেছেন নিজের দলের সম্ভাবনা নিয়েও, ‘১৯৯৮ বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে কি না? এখনও পর্যন্ত আমরা সঠিক পথেই আছি। আমাদের এভাবেই খেলে যেতে হবে। আমরা যথেষ্ট ভালো খেলেছি। লকার রুমে আমরা নিজেদের কথা মধ্যে কথা বলেছিলাম, বলেছিলাম আমাদের রক্ষণভাগ জমাট রাখতে হবে। আর আমরা ঠিক সেটাই করেছি।’

‘আমরা প্রথমার্ধেও সুযোগ পেয়েছিলাম। কিন্তু গোল পেয়েছি বিরতির পরে। আমাদের এই ছয় পয়েন্ট প্রাপ্য ছিল। এবার আমরা আইসল্যান্ডকেও হারাতে চাই।’

জিতলে তো সোনায় সোহাগা, আইসল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে ক্রোয়েশিয়ার। 

 

 

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago