বাউন্সের চিন্তা মাথায় নিতে চান না মুমিনুল
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে বাংলাদেশের বড় চিন্তার নাম হতে পারে ক্যারিবিয়ান পেসারদের বাউন্স। তবে তা নিয়ে একদম ভাবিত নন মুমিনুল হক। বরং বাউন্স বল নিয়ে বেশি মাতামাতি পছন্দ হচ্ছে না তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আজ রাতেই রওয়ানা হচ্ছে বাংলাদেশ দল। সাদা পোশাকে দলের অন্যতম সেরা ভরসা মুমিনুল হক শেষ দিনের অনুশীলনের পর জানিয়েছেন নিজের ভাবনার কথা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে শট বল খেলা নিয়ে কেমন প্রস্তুতি বাংলাদেশে? সামলাতে পারবেন তো শ্যানন গ্যাব্রিয়েলদের বাউন্স। এমন প্রশ্নে অনেকটা বিরক্তি মুমিনুলের কণ্ঠে, ‘এমন তো নয় আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি! তো সেটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের দুর্ভাবনারও কিছু নেই। আপনারা বেশি ভাবনায় পড়লে সেটি আমাদের মাথায়ও ঢুকে যাবে। মানুষের মস্তিষ্ক তো, একটা কথা বলতে থাকলে সেটা নেবেই। বাউন্সি উইকেটে আগেও খেলেছি। গিয়ে দ্রুত মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে সমস্যা নেই।’
আফগানিস্তানের বিপক্ষে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দল। তাতে ছিলেন না মুমিনুল। প্রস্তুত হয়েছেন টেস্টের জন্যে। এই সময়ে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোন ঘাটতি দেখছেন না তিনি, ‘আমার কাছে মনে হয়, শতভাগ প্রস্তুত আমরা। সবাই প্রস্তুত, আমিও প্রস্তুতি। খুব ভালো হয়েছে প্রস্তুতি। পরেরটা ওখানে গিয়ে দেখা যাবে। আপাতত মানসিক ও শারীরিক ভাবে সবাই বেশ ভালো প্রস্তুতি নিয়েছে।’
সদ্যই দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ স্টিভ রোডস। নতুন কোচের সঙ্গে দলের বোঝাপোড়ার জন্য সময়টা খুবই কম। তবে প্রথম ইম্প্রেশনে ইতিবাচক দিক পাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘মাত্র এক-দুইদিন হয়েছে, ওভাবে এখনও বোঝা যাবে না। তবে সম্পর্কের কথা বললে খুব ভালো হচ্ছে। আশা করি সবাই দ্রুত মানিয়ে নিতে পারব।’
‘একজন মানুষের সঙ্গে মিশতে ,তাকে বুঝতে সময় লাগে। এখনও পর্যন্ত আমার মনে হয় ভালোই হবে। আমরা কিছু শিখত পারলে আরও ভালো হবে।’
টেস্ট র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এক ধাপ উপরে আছে বাংলাদেশ। টেস্টে নিজেদেরই এগিয়ে রাখছেন, এমনকি ওয়ানডেতেও মুমিনুলের মতে স্বাগতিকদের বিরুদ্ধে ফেভারিট থাকবেন তারাই, ‘আমার কাছে মনে হয়, টেস্ট তো বটেই, ওয়ানডেতেও আমরা ভালো ক্রিকেট খেলব। শুধু টেস্ট বললে হবে না। ওয়ানডেতে আমরা ওদের চেয়ে ভালো খেলি। টি-টোয়েন্টি বলতে পারব না। তবে টেস্ট-ওয়ানডেতে ভালো কিছু আশা করতে পারি।’
৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। ১২ জুলাই জ্যামাইকায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
Comments