দ.কোরিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে মেক্সিকো
দ্বিতীয় রাউন্ডের স্বপ্নটা ভালোভাবে ধরে রাখতে হলে জিততেই হতো দক্ষিণ কোরিয়াকে। আর হারলে বিদায় প্রায় নিশ্চিত। এমন ম্যাচে শেষ পর্যন্ত হারই মানতে হয়েছে তাদের। জয়ের ধারা বজায় রেখেছে মেক্সিকো। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির পর এবার এশিয়ান টাইগারদের হারিয়েছে দলটি। ২-১ গোলের দারুণ জয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল এল ট্রাইকালাররা।
টানা দুই ম্যাচ হারলেও একেবারে শেষ হয়ে যায়নি কোরিয়ার আশা। তবে রয়েছে বেশ জটিল সমীকরণ। শেষ দুই ম্যাচেই হারতে হবে সুইডেনকে। এবং জার্মানির বিপক্ষে জিততেই হবে তাদের। তবে গোল ব্যবধানটাতেও লক্ষ্য রাখতে হবে দলটিকে।
রস্তোভে এদিন প্রাধান্য বিস্তার করেই জয় ছিনিয়ে নেয় মেক্সিকো। তবে পিছিয়ে ছিল না কোরিয়াও। গোল করার বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে জটলা পাকিয়ে হতাশা বাড়ায় দলটি। ২৬ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে কোরিয়া। ডি বক্সের মধ্যে বল জেং হুয়ান সুর হাতে লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তা থেকে গোল আদায় নেন কার্লোস ভেলা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। বেশ কয়েকবারই কোরিয়ান গোলরক্ষক জো হুয়েন উয়ের দক্ষতায় গোল বঞ্চিত থাকতে হয় তাদের। তবে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারে দলটি। হার্ভিং লোজানোর কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন চিচিরিতো হার্নান্দেজ।
০-২ গোলে পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে খেলে কোরিয়া। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সুযোগ পেয়েও লাভ হয়নি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে সন হুয়েং মিনের গোল কেবল ব্যবধানই কমিয়েছে। লি জায়-সুংয়ের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে দুর্দান্ত এক গোল দেন তিনি। শেষ পর্যন্ত ১-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এশিয়ান টাইগারদের।
Comments