'অনেক জার্মানই চেয়েছিল আমরা যেন বাদ পড়ি'
শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, সবার লাগামহীন উদযাপনই বলে দিচ্ছিল, এই জয় জার্মানদের কাছে কী অর্থ বহন করে। তবে জয়ের অন্যতম নায়ক মার্কো রিউস একটা ছোটখাটো বোমাই ফাটিয়েছেন। বলেছেন, অনেক জার্মান সমর্থকই না কি চেয়েছিল জার্মানি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ুক!
ম্যাচের পর সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জার্মানিকে সমতায় ফেরানো রয়েস, ‘জার্মানির অনেক লোকই চাইছিল আমরা যেন গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ি। কিন্তু আমার মনে হয় আমরা দলগত পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছি। এমনকি সুইডেন এগিয়ে যাওয়ার পরেও আমরা নিজেদের উপর বিশ্বাস হারাইনি।’
প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল জার্মানি, বলছেন রিউস, ‘আমাদের জন্য বেশ একটা ধাক্কা ছিল এটা। শুরুতে সেটা হজম করে যেতে হয়েছে আমাদের, তবে আমরা ফিরে আসতে খুব বেশি সময় নেইনি। তবে আমরা আরও এক-দুইটি গোল করতে পারতাম। আমরা আক্রমণে গিয়েছি, শুধু ফিনিশিংয়ের অভাব ছিল। তবে এসব এখন অতীত। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিলাম, এবং আমরা জিতে ফিরেছি।’
প্রথমার্ধে পিছিয়ে পড়া জার্মানিকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরিয়েছিলেন ডর্টমুন্ড তারকা রিউসই। গতকালের ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
Comments