বুবলীকে নিয়েই ঘোষণা আসছে শাকিব খানের
বুবলীকে নিয়েই আবার নতুন ছবির ঘোষণা আসছে আগামীকাল। দুটি ছবিতেই শাকিব খানের বিপরীতে থাকছেন ‘বসগিরি’-খ্যাত এই নায়িকা।
আগামীকাল (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নতুন ছবি দুটির মহরত হবে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবি দুটির একটি হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ এবং অন্যটি শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’।
শাকিব খান কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্তমানে আমি কলকাতায় বাংলা ছবি ‘মাস্ক’-এর ডাবিংয়ে অংশ নিতে এখানে আছি। ডাবিং শেষ করে আগামীকাল (২৬ জুন) দেশে ফিরব।”
ছবির মহরতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ঢালিউডের এই শীর্ষ অভিনেতা জানান, ‘ক্যাপ্টেন খান’ এবং ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবি দুটির গানের শুটিং করতে আগামী ১ জুলাই থাইল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Comments