মানে গোল করলে হারে না সেনেগাল
সেনেগাল ভক্তরা প্রতি ম্যাচের আগেই প্রার্থনা করতে পারেন, 'আজ যেন গোল করেন সাদিও মানে'। মানে গোল পাওয়া মানেই যে সেনেগালের অপরাজিত থেকে মাঠ ছাড়া নিশ্চিত। অন্তত এমনটাই হয়ে আসছে এতদিন।
রোববার জাপানের বিপক্ষে ১১ মিনিটে সেনেগালকে এগিয়ে নেয়া গোলটি করেন লিভারপুল তারকা মানে। এই নিয়ে সেনেগালের জার্সি গায়ে ১৫ ম্যাচে গোল পেলেন মানে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই ১৫ ম্যাচের একটিতেও হারেনি সেনেগাল। এই ১৫ ম্যাচের মধ্যে জিতেছে ৯ টিতেই, আর ড্র করেছে বাকি ছয়টিতে। এই ছয় ড্রয়ের একটি এসেছে গতকাল জাপানের বিপক্ষে।
সেনেগালের জার্সি গায়ে লাইবেরিয়া, নাইজার, উগান্ডা, মালি, মিশর, বতসোয়ানা, বুরকিনা ফাসো(২ বার), নামিবিয়া, মাদাগাস্কার, বুরুন্ডি, তিউনিশিয়া, জিম্বাবুয়ে, আইভরি কোস্ট ও জাপানের বিপক্ষে গোল পেয়েছেন মানে। আর এই সবকয়টি ম্যাচেই অপরাজিত ছিল সেনেগাল।
এদিকে জাপানের বিপক্ষে জয় না পেলেও একটি রেকর্ড হয়ে গেছে সেনেগালের। বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেনাগালিজরা, অর্থাৎ জয়ের হার ৫০%। বিশ্বকাপে অংশ নেয়া আফ্রিকান দলগুলোর মধ্যে সেনেগালের জয়ের হারই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।
Comments