নিক-প্রিয়াঙ্কা জুটি সম্পর্কে মা মধু চোপড়ার বক্তব্য

স্বনামধন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ‘প্রেমিক’ নিক জোনাসকে সঙ্গে নিয়ে। এই নতুন জুটি নিয়ে ভারতীয় গণমাধ্যম বিশেষ করে বিনোদন জগতে জল্পনার যেন শেষ নেই।
Priyanka Chopra and Nick Jonas
মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ছবি: সংগৃহীত

স্বনামধন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ‘প্রেমিক’ নিক জোনাসকে সঙ্গে নিয়ে। এই নতুন জুটি নিয়ে ভারতীয় গণমাধ্যম বিশেষ করে বিনোদন জগতে জল্পনার যেন শেষ নেই।

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা তার কথিত প্রেমিককে পরিচয় করিয়ে দেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। মুম্বাইয়ে এসে যেখানে উঠেছেন এই মার্কিন সংগীতশিল্পী সেখানেই মধু চোপড়া দেখা করেন তার কন্যার পছন্দের ‘পাত্রের’ সঙ্গে।

সংবাদমাধ্যম ডিএনএ-কে প্রিয়াঙ্কার মা বলেন, “নিক যেখানে উঠেছে সেখানে এক নৈশভোজে তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। সেখানে আমরা দশজনের মতো উপস্থিত ছিলাম। তাই তাকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়নি।”

“এবারই প্রথম নিকের সঙ্গে আমার দেখা হলো। তাই এতো তাড়াতাড়ি কোন মন্তব্য করতে চাই না,” যোগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ও চলচ্চিত্র প্রযোজক মধু চোপড়া।

তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধুদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেকার ক্রনিকল জানায়, “নিকের ব্যাপারে প্রিয়াঙ্কা অনেক আন্তরিক। তবে এখনই যে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা কিন্তু নয়।”

উল্লেখ্য, ২০১৭ সালে পোশাক ডিজাইনের বিখ্যাত অনুষ্ঠান ‘মেট গালা’-য় ২৫ বছর বয়সী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে দেখা হয় ৩৫ বছরের এই ভারতীয় অভিনেত্রীর। এরপর, নিকের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ‘ফ্যাশন’-অভিনেত্রী। সেসময় নিকের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হন তিনি। এছাড়াও, সংগীতশিল্পীর সঙ্গে বেশ আন্তরিক পরিবেশে সময় কাটান জাতিসংঘের এই শুভেচ্ছাদূত। তারপর এই জুটির ‘রোমান্সের’ কথা দ্রুতই চাউড় হতে থাকে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

3h ago