‘ভাগ্য বদলাতে মরিয়া মেসি’
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা কেবল আর দশটি ম্যাচের মতোই নেই এখন আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই আলবিসেলেস্তেদের হাতে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের দুর্দশা বদলাতে মরিয়া হয়ে আছেন লিওনেল মেসি, এমনটাই বলছেন হাভিয়ের মাশ্চেরানো।
নাইজেরিয়া ম্যাচে পারফর্ম করার জন্য মেসি কতটা মুখিয়ে আছেন, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটাই জানালেন মাশ্চেরানো, ‘লিও স্থির আছে। দলগতভাবে আমাদের যেভাবে পারফর্ম করা উচিত ছিল, সেভাবে আমরা করতে পারিনি। আমাদের সবারই নিজস্ব হতাশা আছে।’
‘মেসিও একজন মানুষ, সে ও হতাশ হয়। কিন্তু ও ভাগ্য বদলাতে মরিয়া হয়ে আছে। পরিস্থিতি বদল করতে উন্মুখ হয়ে আছে ও। প্রথম দুই ম্যাচে যে মেসিকে সবাই দেখেছে, নাইজেরিয়ার বিপক্ষে তার চেয়ে ভিন্ন এক মেসিকেই দেখাতে চায় ও।’
দলে কোন প্রকার কোন্দলের কথাও পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাশচেরানো, ‘সাম্পাওলির সাথে আমাদের সবার সম্পর্ক একদম ঠিকঠাক আছে। যদি আমরা তাঁর সাথে অস্বস্তি বোধ করি, তাহলে অবশ্যই আমরা সেটা স্বীকার করব। নাহলে সেটা দ্বিমুখী আচরণ হয়ে যাবে।’
বাঁচা মরার ম্যাচের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানালেন সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডার, ‘আমাদের দলগত সুবিধা আদায় করতে হবে। মনে রাখতে হবে, আমরা ২৩ জন মিলেই একটা দল। এই মুহূর্তে আমরা ভালো খেলছি না, এবং সেটা আমাদেরই বদলাতে হবে।’
Comments