সরাসরি: গাজীপুর সিটি নির্বাচন

আজকের (২৬ জুন) গাজীপুর সিটি নির্বাচনের কয়েকটি বিশেষ ঘটনা তুলে ধরা হলো:
GCC polls
২৬ জুন ২০১৮, বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা সারি। ছবি: রাশেদুল হাসান

আজকের (২৬ জুন) গাজীপুর সিটি নির্বাচনের কয়েকটি বিশেষ ঘটনা তুলে ধরা হলো:

 

বিকাল ৪টা: ভোটগ্রহণ শেষ এবং গণনা শুরু।

দুপুর ২টা: বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অনিয়মের অভিযোগে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন।

দুপুর পৌনে ২টা: গাজীপুর সিটি নির্বাচনে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দ্য ডেইলি স্টারকে জানানো হয়।

দুপুর সাড়ে ১২টা: বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

দুপুর সোয়া ১২টা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সরকার যেভাবে চাইবেন সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা: শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপারে অবৈধভাবে ছাপ মারার খবর জানান আমাদের সংবাদদাতা।

সকাল সাড়ে ১১টা: পুবালী আইডিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ ভোট কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‘জোর করে ভোট দেওয়ার’ অভিযোগ উঠে। এসময় ক্ষমতাসীন দলের একজনকে নির্বাচনী আইন ভেঙ্গে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

সকাল সোয়া ১১টা: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমএ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ভোট দেন।

সকাল সাড়ে ১০টা: বিএনপি মদিনাতুল উলুম আলিয়া মাদরাসা ভোট কেন্দ্রে ভোটার তালিকা ছিনতাইয়ের অভিযোগ করে বিএনপি।

সকাল ১০টা: রানী বিলাস মনি সরকারী উচ্চ বিদ্যালয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করা হয়।

সকাল সাড়ে ৯টা: সালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটের জন্যে লম্বা সারি দেখা যায়।

সকাল ৯টা: আমাদের সংবাদদাতা বাপালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো ভোটার এবং বিএনপির মেয়র প্রার্থীর কোনো এজেন্টকে দেখতে পাননি।

সকাল পৌনে ৯টা: বাইপাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাঞ্চন মালা নামে ৯৫ বছর বয়সী একজনকে ভোট দিতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টা: বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা সারি দেখা যায়।

সকাল সোয়া ৮টা: কোনো সংঘাতের খবর তখনো পাওয়া যায়নি।

সকাল ৮টা: গাজীপুর সিটি করপোরেশনের ৪২৫ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago