‘বিএনপি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি তার অভ্যন্তরীণ কোন্দলকে ধামাচাপা দিতে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তার ভাষায়, ‘বিএনপি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আজ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনেক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকা প্রসঙ্গে নানক বলেন, প্রার্থীর দুর্বলতায় দলের এজেন্ট নিয়োগ দিতে পারেনি বিএনপি। তাই তারা নিজেদের দুর্বলতা ঢাকতে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে।
গাজীপুরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে অগণতান্ত্রিক শক্তিকে উস্কে দিতে চায় বিএনপি।…পল্টনে আবার মিথ্যার বাক্স নিয়ে বসেছে তারা।’
নানক বলেন, বিএনপির মেয়রের আমলে কোন উন্নয়ন না হওয়ায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। অভ্যন্তরীণ কোন্দলকে ধামাচাপা দিতে তারা মিথ্যাচার করে যাচ্ছে।
Comments