গুরুত্বপূর্ণ ছয় তারকাকে বিশ্রাম দিচ্ছে ক্রোয়েশিয়া

শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। আইসল্যান্ডের কাছে হারলেও খুব একটা সমস্যা নেই, নাইজেরিয়া বড় ব্যবধানে না জিতলে গ্রুপ চ্যাম্পিয়নই থাকবে ক্রোয়েশিয়া। এমন পরিস্থিতিতে তাই রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখতেই পারে তারা। সঙ্গে যোগ হওয়া ছয় হলুদ কার্ডের বিড়ম্বনাতে আইসল্যান্ডের বিপক্ষে মূল একাদশ নামাচ্ছে না ক্রোয়েশিয়া। বিশ্রাম পাচ্ছেন ইভান রাকিটিচ, আন্দ্রে রেবিচসহ ছয় তারকা।
Croatia Training
অনুশীলনে ক্রোয়েশিয়া দল। ছবি: রয়টার্স

শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। আইসল্যান্ডের কাছে হারলেও খুব একটা সমস্যা নেই, নাইজেরিয়া বড় ব্যবধানে না জিতলে গ্রুপ চ্যাম্পিয়নই থাকবে ক্রোয়েশিয়া। এমন পরিস্থিতিতে তাই রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখতেই পারে তারা। সঙ্গে যোগ হওয়া ছয় হলুদ কার্ডের বিড়ম্বনাতে আইসল্যান্ডের বিপক্ষে মূল একাদশ নামাচ্ছে না ক্রোয়েশিয়া। বিশ্রাম পাচ্ছেন ইভান রাকিটিচ, আন্দ্রে রেবিচসহ ছয় তারকা।

শেষ ম্যাচে নিজেদের প্রথম পছন্দের একাদশের অন্তত  ছয়জনকে বিশ্রামে রাখতে যাচ্ছে জলাতকো দালিচের দল।  মূলত কার্ডের ঝুঁকি থেকে বাঁচতেই এই কৌশলের আশ্রয় ক্রোয়েশিয়ার। মূল একাদশের বেশ কয়েকজনের নামের পাশে বসে গেছে হলুদ কার্ড, টুর্নামেন্টে আরেকটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সেই খেলোয়াড়। ক্রোয়েশিয়া টিম ম্যানেজমেন্ট তাই দ্বিতীয় রাউন্ডে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর ঝুঁকিতে যেতে চাইছে না। আইসল্যান্ডের বিপক্ষে তাই বেশ কিছু উলটপালট নিয়ে নামবে।

খবর অনুযায়ী, আর্জেন্টিনা ম্যাচের একাদশ থেকে অন্তত ছয়টি বদল আসতে পারে আজকের ক্রোয়াট একাদশে। দুই ডিফেন্ডার দেজান লভরেন ও সিমে ভারসালকোর জায়গায় একাদশে আসতে পারেন ভেদ্রান করলুকা ও টিন জেদভাজ।

সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনে। নামের পাশে হলুদ কার্ড থাকায় আজ বিশ্রামে থাকতে পারেন বার্সেলোনা তারকা ইভান রাকিটিচ। এছাড়া আগের ম্যাচের গোলদাতা আন্তে রেবিচ ও মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচও থাকছেন না একাদশে। তাদের বদলি হিসেবে একাদশে আসতে পারেন রিয়াল মাদ্রিদের মাতেও কোভাচিচ, মার্কো পিয়াকা ও মিলান বাদেজ।

একদশে থাকছেন না দলের মূল স্ট্রাইকার মারিও মানজুকিচও। তাঁর বদলে একাদশে আসছেন আরেক স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচ। তবে খেলতে পারেন ক্রোয়েশিয়ার সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ।

সেরা খেলোয়াড়দের বিশ্রামে রেখেও অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী দালিচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়াট কোচ জানিয়েছেন, দলের সবার উপরেই সমান আস্থা আছে তাঁর, ‘অবশ্যই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হচ্ছে, আমাদের কিছু খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছে। সে কারণে আমাকে একাদশে বদল আনতে হবে।’

‘যাদের নামের পাশে হলুদ কার্ড আছে, তাদের আজ খেলাবো না আমি। কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমার স্কোয়াডে ২২ জন খেলোয়াড় আছে, তারা সবাই একাদশে আসার যোগ্য। তা না হলে তাদেরকে আমি স্কোয়াডে রাখতাম না। তারা সবাই ভালো খেলার মতো যোগ্য।’

তবে ক্রোয়েশিয়ার এমন সিদ্ধান্তে নাখোশ হতে পারে আর্জেন্টিনা-নাইজেরিয়া দুই দলই। ক্রোয়েশিয়ার সেরা একাদশ না খেলানোর সুযোগ নিয়ে যদি জিতে যায় আইসল্যান্ড, তাহলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনা ও নাইজেরিয়া দুই দলেরই।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls demanded

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

4h ago