ফ্রান্স বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শেষ দুই ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত। ম্যাচটা তাই তাদের জন্য সম্মানের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারকায় ঠাসা দলটি। তাই নিজেদের সেরা ফর্মটা ফিরে পেতে ছেড়ে কথা বলবে না ফরাসীরা। আর দ্বিতীয় রাউন্ডের জন্য অন্তত একটা পয়েন্ট চাই ডেনিশদের। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই জমজমাট লড়াই-ই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
ফ্রান্স বনাম ডেনমার্ক ভবিষ্যদ্বাণী

শেষ দুই ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত। ম্যাচটা তাই তাদের জন্য সম্মানের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারকায় ঠাসা দলটি। তাই নিজেদের সেরা ফর্মটা ফিরে পেতে ছেড়ে কথা বলবে না ফরাসীরা। আর দ্বিতীয় রাউন্ডের জন্য অন্তত একটা পয়েন্ট চাই ডেনিশদের। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই জমজমাট লড়াই-ই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন?

বাংলাদেশ সময় রাত ৮টা, মঙ্গলবার, ২৬ জুন

কোথায়?

লুঝনিকি স্টেডিয়াম, মস্কো

নজরে থাকবেন যারা

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা দলের প্রাণ ভোমরা। ফ্রান্সের মধ্য মাঠের কারিগর তিনিই। তবে কিলিয়ান এমবেপের দিকেই থাকবে বাড়তি নজর। চলতি বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফরাসী হিসেবে বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ডটিও করেছেন। তবে এ দুই তারকা নাও খেলতে পারেন এ ম্যাচে। তাই অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান, ওসমান ডেম্বেলের দিকেও থাকবে বাড়তি নজর।

ক্রিস্টিয়ান এরিকসনের দিকেই তাকিয়ে থাকবে ডেনমার্ক। টটেনহ্যামের বর্ষসেরা এ খেলোয়াড় একাই গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য। গোলবারে ক্যাসপার স্মাইকেলও হতে পারেন বাজির ঘোড়া।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

ফ্রান্স : মানদান্দা, সিদিবি, ভারানে, কিমপেমবে, হের্নান্দেজ, কান্তে, এনজনজি, ডেমবেলে, গ্রিজম্যান, লেমার ও জিরুদ।

ডেনমার্ক : স্মাইকেল, ডালসগার্ড, কেজায়ের, ক্রিস্টিনসেন, লারসন, শোনে, ডেলানি, কর্নিলিউয়াস, এরিকসন, ব্রেথওয়াইট ও জর্গেনসন।

ভবিষ্যদ্বাণী : শক্তির বিচারে এগিয়ে ফ্রান্স। কিন্তু নিজেদের সেরা তারকাদের বসিয়ে রাখলে পার্থক্য কমবে অনেকটাই। আর সে সুযোগটা ভালোভাবেই লুফে নিতে চাইবে ডেনিশরা। তাতে যে কোন ফলাফলই সম্ভব এ ম্যাচে।

সম্ভাব্য স্কোর : ফ্রান্স ১-১ ডেনমার্ক

অতিরিক্ত সংযোজন :

১) ফ্রান্স এবং ডেনমার্ক এর আগে বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে প্রথমবার ২-১ গোলে জয় পায় ফ্রান্স। পরের আসরে (২০০২) প্রতিশোধ নিয়ে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় ডেনিশরা।

২) ১৯৮৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পর এ নিয়ে মেজর টুর্নামেন্টে ছয়বার মোকাবেলা করছে দলদু’টি। আগের পাঁচ লড়াইয়ের তিনটিতেই জিতেছে ফ্রান্স।

৩) ডেনমার্কের বিপক্ষে শেষ সাত ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে ফ্রান্স।

৪) ডেনিশদের বিপক্ষে খেলা শেষ তিন ম্যাচেই গোল করেছেন অলিভার জিরুদ।

৫) বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে শেষ পাঁচটি লড়াইয়ের চারটিতেই হেরেছে ডেনমার্ক।

৬) একমাত্র ১৯৯৮ বিশ্বকাপেই গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছিল ফ্রান্স।

Comments

The Daily Star  | English

Is Raushan's political career coming to an end?

With Raushan Ershad not participating in the January 7 parliamentary election, questions have arisen whether the 27-year political career of the Jatiya Party chief patron and opposition leader is coming to an end

2h ago