ভারতে ‘পোড়ামন-২’
বাংলাদেশে বহুল আলোচিত ‘পোড়ামন ২’ সিনেমাটি শিগগিরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়ার আব্দুল আজিজ।
আগামী ২০ জুলাই থেকে কলকাতার সিনেমা হলে চলবে ‘পোড়ামন-২’। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।
আব্দুল আজিজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বলেছিলাম একটি ভালো খবর দিবো। আমার সেই খবরটি হলো ‘পোড়ামন ২’ এবার ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারে মুক্তি দিতে যাচ্ছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদে বাংলাদেশে ২২টি সিনেমা হলে মুক্তি পায় ‘পোড়ামন ২’। এর মধ্যে মাত্র পাঁচটি সিনেমা হলে সাতদিনে সিনেমাটির টিকিটের গ্রস সেল হয়েছে ৯২ লাখ ৪৮ হাজার ২১৮ টাকা।
Comments