গাজীপুরে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে: ইসি সচিব

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের যেসব চিত্র তুলে ধরা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
election commission logo

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের যেসব চিত্র তুলে ধরা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি দাবি করেন, কোনো ধরনের অনিয়ম ছাড়াই গাজীপুরের ৪১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

আজ (২৬ জুন) গাজীপুরে ভোটগ্রহণের পর সংস্থাটির সচিব বিকালে ৫টা ৫০ মিনিটে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

তিনি জানান, গাজীপুরের ৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে কোনো অনিয়ম হয়নি।

সচিব বলেন, “কমিশনের নির্দেশনা ছিল- কোন কেন্দ্রে কোনো রকম অনিয়ম পেলে সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কমিশন বলেছিল- কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”

“আগের ঘোষণা অনুযায়ী কোনো অনিয়ম বরদাশত করা হয়নি। নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ ইসির সঙ্গে আলাপ করে প্রিজাইডিং অফিসার বন্ধ করে দিয়েছেন। বাকি ৪১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে,” যোগ করেন কমিশন সচিব।

বিএনপির সংবাদ সম্মেলন ও দলটির নেতারা কমিশনে এসে প্রায় ১০০টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেছে। এ বিষয়ে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, “কমিশনের সঙ্গে তাদের কী নিয়ে আলোচনা হয়েছে তা আমার জানা নেই। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চলাকালে অনিয়মের ভিডিও চিত্রও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।”

নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার প্রসঙ্গে সচিব জানান, স্থানীয় নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে এসব অনিয়ম হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

1h ago