দ্বিতীয় সারির ক্রোয়েশিয়ার সঙ্গেও পারল না আইসল্যান্ড

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই দারুণ সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। শেষ ম্যাচে দ্বিতীয় সারির ক্রোয়েশিয়াকে হারালেই চলত। কারণ অপর ম্যাচে নূন্যতম ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে আইসল্যান্ড। উল্টো ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-২ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বে তিনটি জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল লুকা মদ্রিচের দল।
আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন মূল একাদশের ৯ জনকেই মাঠে নামাননি ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। অধিনায়ক লুকা মদ্রিচ ও ইভান পেরিসিচ ছাড়া বাকি সব খেলোয়াড়কেই পরিবর্তন করেন। কিন্তু তারপরও সুবিধা করে উঠতে পারেনি আইসল্যান্ড।
অথচ প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিয়ে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল আইসল্যান্ড। ওই এক পয়েন্ট নিয়েই বিদায় হতে হলো তাদের। তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া। আর নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে ৩০ জুন ফ্রান্সের মোকাবেলা করবে আর্জেন্টিনা। আর ১ জুলাই ডেনমার্কের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
রোস্তভ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধটা ছিল একেবারেই সাদামাটা। কোন দলই গোছানো ফুটবল খেলতে পারেনি। হয়নি ভালো কোন আক্রমণ। তবে নিজেদের পায়ে বল রেখে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল ক্রোয়েশিয়া। বেশ কিছু হাফ চান্স পেয়েছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা থেকে গোল আদায় করা সম্ভবপর হয়নি। তবে শেষ দিকে সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। অধিনায়ক গানারসনের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক কালিনিচ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে এগিয়েও যায় দলটি। ডি বক্সের মধ্য থেকে ডান পায়ের শটে বাঁ প্রান্ত দিয়ে বল জালে জড়ান মিলান বেদিলচ। গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে খেলে আইসরা। ৫৫ মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল তারা। থ্রোইন থেকে পাওয়া বলে ইনগি ইগাসনের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ক্রোয়েট গোলরক্ষক। ৭৬ মিনিটে ম্যাচ ফিরে আসতে পারে তারা। ডি বক্সের মধ্যে বল ডেজান লোভ্রেনের হাতে লাগলে পেনাল্টি পায় আইসল্যান্ড। তা থেকে লক্ষ্যভেদ করতে কোন ভুল করেননি গিলফি সিগুর্ডসন।
সমতায় ফিরে যেন খেই হারিয়ে ফেলে আইসরা। উল্টো তাদের চেপে ধরে ক্রোয়েশিয়া। ফলাফলও পায়। নির্ধারিত সময়ের শেষ দিকে এগিয়ে যায় দলটি। ৯০ মিনিটে বেদিলজের ক্রস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ইভান পেরিসিচ। ফলে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন শেষ হয়ে যায় আইসল্যান্ডের। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মদ্রিচবাহিনী।
Comments