পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি আমরা: নাইজেরিয়া অধিনায়ক

ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।
নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেল
হ্যান্ডবলে পেনাল্টি না দেওয়ায় প্রতিবাদ করছেন নাইজেরিয়ার ফুটবলাররা। ছবিঃ রয়টার্স

ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।

ঘটনাটা ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটের সময়ের। বক্সে আসা বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন মার্কোস রোহো। বল তাঁর মাথায় লাগার পর আবার হাতে এসে লাগে। তখনই হ্যান্ডবলের আবেদন করেন নাইজেরিয়ান ফুটবলারেরা। নিশ্চিত হওয়ার জন্য ভিএআরের সহায়তা নেন,  টাচলাইনের বাইরে গিয়ে রিপ্লেও দেখে আসেন রেফারি। তারপরেও নাইজেরিয়ানদের আবেদনে সাড়া দেননি তিনি। অনিচ্ছাকৃতভাবে হাত লেগেছে মনে করায় ওটা পেনাল্টি দেননি রেফারি। তাদের জ্বালানি দিচ্ছে ঠিক আগের দিন একইরকম ঘটনায় ইরানকে পেনাল্টি দেওয়ার ঘটনা।

হাতের ইনজুরি সত্ত্বেও গতকালের ম্যাচে খেলা নাইজেরিয়া অধিনায়ক দাবি করেছেন, ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘আমার দৃষ্টিতে ওটা পরিষ্কার পেনাল্টি। আপনি যদি আগের দিনের পর্তুগাল ম্যাচের দিকে তাকান, দেখবেন আজকেরটা ওই হ্যান্ডবলের চেয়েও গুরুতর ছিল। আমরা ড্রেসিংরুমে ফিরে আবার রিপ্লে দেখেছি। ওটা পরিষ্কার হ্যান্ডবল ছিল।’

রেফারির কাছে জানতে চেয়ে কোন সদুত্তর পাননি বলেও জানিয়েছেন মিকেল, ‘ভিএআরের সাহায্য নেয়ার পর রেফারি জানালো বল রোহোর হাতে লেগেছে। আমি তখন তাঁকে জিজ্ঞেস করলাম তাহলে পেনাল্টি দেয়া হলো না কেন? কিন্তু তিনি বলেছেন এটা তিনি জানেন না।’

গত পরশুর ইরান-পর্তুগাল ম্যাচের শেষদিকে অনেকটা একই রকম ঘটনায় ইরানকে পেনাল্টি দেয়া হয়েছে বলেই রোহোর হ্যান্ডবল নিয়ে আরও বেশি বিতর্ক ছড়িয়ে পড়েছে।

 

 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago