জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে জয়। সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। দলের ভেতরেও রয়েছে কোন্দল। তবে সব ছেড়ে নতুন লক্ষ্যেই মাঠে নামবে দলটি। জিতলেই যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তাও নয়। রাখতে হবে গোল ব্যবধান। একইভাবে ভাগ্যটা সুতোয় ঝুলে আছে দক্ষিণ কোরিয়ারও। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেক কঠিন। জার্মানদের বিপক্ষে জিততে তো হবেই, প্রত্যাশা করতে হবে সুইডিশদের বড় হারের। তাই মরণ কামড়ই দেবে এশিয়ান টাইগাররা।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন?
বাংলাদেশ সময় রাত ৮টা, বুধবার, ২৭ জুন
কোথায়?
কাজান অ্যারেনা, কাজান
নজরে থাকবেন যারা
সুইডেনের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন টনি ক্রুস। পুরো আসরেই খেলেছেন দুর্দান্ত। এ ম্যাচেও জার্মানরা তার জাদু দেখার অপেক্ষায় থাকবে। থমাস মুলার, টিমো ভেরনারদের কাছে বড় প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও মেটাতে পারেননি এখনও। মার্কো রিউসও হতে পারেন তুরুপের তাস।
টটেনহ্যাম তারকা হুইং মিন সনই দলের সবচেয়ে বড় তারকা। এছাড়াও অধিনায়ক ও সোয়ানসি সিটির মিডফিল্ডার সুং ইয়াং জ্বলে উঠলে ভালো কিছুই প্রত্যাশা করতে পারে এশিয়ান টাইগাররা।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
জার্মানি : (৪-২-৩-১) নয়ার, কিমিচ, সুলে, হামেলস, হেক্টর, গুন্ডুগান, ক্রুস, মুলার, ড্রাক্সলার, রিউস ও ভেরনার।
দক্ষিণ কোরিয়া : (৪-২-৩-১) চো হিউন ও, লি ইয়ং, জ্যাং হিউন সু, কিম মিনউ, কিম ইয়ং উন, মুন সুনমিন, জু সিজং, জাং উ ইয়ং, হিউং মিন সন, লি যাই সুং ও সন হিয়ং মিন।
ভবিষ্যদ্বাণী : শক্তির বিচারে অনেক এগিয়ে জার্মানি। হুট করেই যেন ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছিল দলটি। তবে হারানো আত্মবিশ্বাসটা আগের ম্যাচেই ফিরে পেয়েছে তারা। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরিষ্কারভাবেই এগিয়ে থাকবে চারবারের বিশ্বকাপ জয়ীরা। তবে ছেড়ে কথা বলবে এশিয়ান দলটিও।
সম্ভাব্য স্কোর : জার্মানি ২-০ দক্ষিণ কোরিয়া
অতিরিক্ত সংযোজন :
১) বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় বারের মতো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে জার্মানি। এর আগের দুইটি লড়াইয়ে জয় পেয়েছিল তারাই।
২) এ দুই দলের সর্বশেষ লড়াইটি হয়েছিল কোরিয়ার ঘরের মাঠে ২০০২ বিশ্বকাপে। সেমিফাইনালের সে ম্যাচে ১-০ গোলে জয় পায় জার্মানি।
৩) জার্মানির বিপক্ষে কোরিয়ার একমাত্র জয়টি (৩-১) একটি প্রীতি ম্যাচে ২০০৪ সালে।
৪) এশিয়ান প্রতিপক্ষের সঙ্গে শেষ পাঁচটি লড়াইয়ে জিতেছে তারা। তাতে মোট ১৯টি গোলের বিপরীতে একটি গোলও খায়নি দলটি।
৫) বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া শেষ চারটি ম্যাচেই হেরেছে। এর আগে ১৯৮৬ এবং ১৯৯০ সালে টানা চারটি ম্যাচে হেরেছিল দলটি।
৬) প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ ১৭ লড়াইয়ের ১৫টিতেই জয় পেয়েছে জার্মানি।
Comments