চরম নাটকীয়তার অপেক্ষায় জার্মানির গ্রুপ ‘এফ’

Germany Training
অনুশীলনে জার্মানি

একবার ভেবে দেখুন, তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে কোন দলকে! গ্রুপ ‘এফ’ এর এখন এমনই অবস্থা, এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনাকেও তাই একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।

আটটি গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন সমীকরণ বোধহয় এই গ্রুপ ‘এফ’। এমনকি দুই ম্যাচের দুটিতেই হারা দক্ষিণ কোরিয়াকেও এখনই হিসাব থেকে বাদ দেয়া যাচ্ছে না! এতটাই জটিল এই গ্রুপের পরিস্থিতি।

শুরুতে ‘এফ’ গ্রুপের বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেক্সিকো। অন্য কোন গ্রুপ হলে হয়তো এতক্ষণে মেক্সিকোর শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত, কিন্তু এই গ্রুপের নাটকীয়তার কারণে এখনও নিশ্চিত হয়নি মেক্সিকোর পরের পর্বে খেলা। একটি করে জয় নিয়ে জার্মানি ও সুইডেন আছে মেক্সিকোর পরে, আর দুটি ম্যাচই হারা দক্ষিণ কোরিয়া আছে তলানিতে।

মেক্সিকোর পরিস্থিতি:

এবারে সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর দেয়া যাক। সুইডেনের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে চলে যাবে মেক্সিকানরা। তবে হেরে গেলে কঠিন সমীকরণের সামনে পড়ে যাবে মেক্সিকো। মেক্সিকো যদি সুইডেনের কাছে হারে, আর জার্মানি যদি দক্ষিণ কোরিয়াকে হারায়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান ছয়। সেরা দুই দল বাছাইয়ের জন্য তখন দ্বারস্থ হতে হবে টাইব্রেকারের। প্রথমে দেখা হবে গোল ব্যবধান, পরে মোট গোল করার সংখ্যা, আর তাতেও আলাদা না করা গেলে হেড টু হেডের মাধ্যমে ঠিক হবে কোন দুই দল যাবে পরের পর্বে।

তবে সুইডিশদের কাছে হেরেও পরের পর্বে যেতে পারে মেক্সিকো। মেক্সিকো যদি সুইডেনের কাছে ১-০ গোলে হারে, আর জার্মানিও যদি একই ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়াকে, তখন সুইডেনকে টপকে জার্মানির সঙ্গে পরের পর্বে যাবে মেক্সিকো। তবে সুইডেনের কাছে দুই গোলের ব্যবধানে হেরে গেলে কিংবা জার্মানি এক গোলের বেশি ব্যবধানে জিতলে হেড টু হেড ও গোল ব্যবধানে পিছিয়ে পড়বে মেক্সিকো। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে পরের পর্বে চলে যাবে জার্মানি ও সুইডেন।

জার্মানির পরিস্থিতি:

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই জার্মানির সামনে। আর দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেলে আজই বিদায় নিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

মেক্সিকো সুইডেনের কাছে হেরে গেলে আর জার্মানি নিজেদের ম্যাচে জিতে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা থাকবে জোয়াকিম লো’র শিষ্যদের। আর মেক্সিকো এক পয়েন্ট তুলে নিলে গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ড্র করলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে অপর ম্যাচে জিততেই হবে মেক্সিকোকে। সুইডেন যদি মেক্সিকোকে হারিয়ে দেয়, তাহলে ড্র করেও বাদ পড়তে হবে জার্মানিকে। আর দুটি ম্যাচই যদি ড্র হয়, আর সুইডেন যদি জার্মানির চেয়ে বেশি গোল না করে, তাহলে ড্র করেও পরের পর্বের টিকিট পেয়ে যাবে জার্মানি।

সুইডেনের পরিস্থিতি:

জার্মানির সমান সম্ভাবনা আছে সুইডিশদেরও। সবচেয়ে সহজ হিসাব, জার্মানি যদি জিততে না পারে, আর সুইডেন যদি হারিয়ে দেয় মেক্সিকোকে, তাহলেই পরের পর্ব নিশ্চিত সুইডিশদের। আর যদি দুই দলই নিজ নিজ ম্যাচে জিতে যায়, তখন আশ্রয় নিতে হবে হিসাব নিকাশের।

এখনও পর্যন্ত গোল ব্যবধান, গোলের সংখ্যা সবকিছুই সমান জার্মানি ও সুইডেনের। দুই দলই জিতলে তাই নির্ধারক হয়ে উঠবে গোলের ব্যবধান ও সংখ্যা। আর এক্ষেত্রে সুইডিশদের চাপটা একটু হলেও বেশি থাকবে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জার্মানি যতগুলো গোল করবে, সুইডেনকে তার চেয়ে একটি হলেও বেশি গোল করতে হবে। তাহলেই গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের পর্ব নিশ্চিত হবে সুইডেনের।

দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি:

দুই ম্যাচে হেরেও এখনও কীভাবে হিসাবে টিকে আছে দক্ষিণ কোরিয়া, সেটিই একটি বিস্ময়। তবে বাস্তবতা হলো, কাগজে কলমে হলেও এখনও টিকে আছে কোরিয়ার সম্ভাবনা। নিজেরা যদি জার্মানিকে হারিয়ে দেয়, অপরদিকে মেক্সিকোও যদি হারায় সুইডেনকে, তাহলে তিন দলের পয়েন্টই দাঁড়াবে ৩। তখন গোলের মারপ্যাঁচেই নির্ধারিত হবে কোন দল হবে মেক্সিকোর সঙ্গী।

এতসব জটিল হিসাব নিকাশের উত্তর মিলবে আজ রাতেই। ফুটবলপ্রেমীরা দুটি জমজমাট ম্যাচের অপেক্ষা তাই করতেই পারেন! 

 

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago