‘নির্বাচন প্রত্যাখ্যান করে গাজীপুরবাসীকে অসম্মান করেছে বিএনপি’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি প্রকারান্তরে গাজীপুরের জনগণের প্রতি চরম অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি প্রকারান্তরে গাজীপুরের জনগণের প্রতি চরম অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গাজীপুর সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নালিশ গাজীপুরের মানুষ গ্রহণ করেনি। এখন গাজীপুর নিয়ে একটা আন্দোলন করুক না। দেখুক জনগণ সাড়া দেয় কি না? দেবে না। বাংলাদেশের মানুষ গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করেছে নেতিবাচক রাজনীতির দিন শেষ, সাম্প্রদায়িক রাজনীতির দিন শেষ, বোমাবাজি-লুটপাটের রাজনীতির দিন শেষ।’

‘গাজীপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেখানে ভোট ডাকাতির উৎসব অভিহিত করে তারা (বিএনপি) প্রকারান্তরে গাজীপুরের জনগণের অধিকার, গণতান্ত্রিক রীতিনীতির প্রতি চরম অসম্মান করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

গাজীপুরবাসী আহসানউল্লাহ মাস্টারের হত্যাকারীদের সমুচিত জবাব দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নৌকার ব্যাজ লাগিয়ে ভোট সন্ত্রাস করেছে, যা তাদের একজন কেন্দ্রীয় নেতার ফোনালাপে বেরিয়ে এসেছে। তা থেকে প্রমাণিত, বিএনপি বরাবরের মতো পরিকল্পিতভাবে অরাজকতা সন্ত্রাস, বিশৃঙ্খলা করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে এবং তাদের ষড়যন্ত্র জাতির সামনে উঠে এসেছে।’

‘বিএনপি কর্মীদের নৌকার ব্যাজ লাগিয়ে নির্দেশনা দিয়েছে সেটাও দেশবাসীর কাছে দিবালোকের মতো পরিষ্কার। বিএনপির নাশকতা অপরাজনীতি ধরা পড়ার পরও কি বিএনপি নেতাদের শুভবুদ্ধি উদয় হবে না’, প্রশ্ন রাখেন কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

4h ago