বিমানের নতুন সেবা: চলবে ইন্টারনেট, করা যাবে ফোনকল

বিমানে বসে এবার দেওয়া যাবে ফেসবুক আপডেট। ইমেইল আদান প্রদানসহ ইন্টারনেটে প্রয়োজনীয় কাজও সেরে নেওয়া যাবে যাত্রাপথেই। সেই সঙ্গে কথা বলা যাবে মোবাইল ফোনে। বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে সরাসরি টেলিভিশন সম্প্রচার। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থায় প্রথমবারের মতো সেবাগুলো পাওয়া যবে।
স্টার ফাইল ছবি

বিমানে বসে এবার দেওয়া যাবে ফেসবুক আপডেট। ইমেইল আদান প্রদানসহ ইন্টারনেটে প্রয়োজনীয় কাজও সেরে নেওয়া যাবে যাত্রাপথেই। সেই সঙ্গে কথা বলা যাবে মোবাইল ফোনে। বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে সরাসরি টেলিভিশন সম্প্রচার। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার কয়েকটি উড়োজাহাজে প্রথমবারের মতো সেবাগুলো পাওয়া যবে।

সেবাগুলো চালু হলে বিমান যাত্রীরা উড়োজাহাজে থ্রিজি গতিতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন। সেই সঙ্গে নিজের মোবাইল ফোন থেকেই কথা বলা যাবে দুনিয়া যে কোনো জায়গায়। আর টেলিভিশনে থাকবে নয়টি চ্যানেল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, বিমানের প্রত্যেক যাত্রী বিনামূল্যে তাদের মোবাইল ফোন ও ল্যাপটপে ২০ মেগাবাইট ডেটা ব্যবহার করতে পারবেন। দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে এই সেবা তারা চালু করতে চলেছেন।

তিনি জানান, বিমানের বহরে বোয়িং-এর তৈরি চারটি ড্রিমলাইনার যুক্ত হতে চলেছে। প্রথম ড্রিমলাইনটারটি আসবে আগামী আগস্টে। সবগুলো ড্রিমলাইনারেই উড্ডয়নরত অবস্থায় মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে ফোনকল বা বাড়তি ডেটা ব্যবহারে খরচ এখনও নির্ধারিত হয়নি।

এর ফলে দেশের পতাকাবাহী বিমান সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেই তার আশাবাদ।

বিমানে টেলিকম সেবা চালুর ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সেবা চালু করতে প্যানাসনিক এভিয়েশন করপোরেশনের সঙ্গে চুক্তিও হয়ে গেছে। প্রতিষ্ঠানটি ২৫টি স্যাটেলাইট দিয়ে দেশে ও দেশের বাইরে এই সেবা দিবে।

Comments

The Daily Star  | English

Dengue: 5 die, 534 hospitalised today

Among the fatalities, two were reported in Dhaka city, two in Chattogram division, and one in Khulna division.

13m ago