ইন্সটাগ্রামে সুখবর দিলেন মার্সেলো

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে দল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বেও উঠেছে। তবুও ব্রাজিল সমর্থকদের মনে কাঁটা হয়ে বিঁধছিল দলের অন্যতম সেরা তারকা মার্সেলোর চোট। ১০ মিনিটের মধ্যেই যে মাঠ থেকে বেরুতে হয়েছিল এই লেফট ব্যাককে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর, মার্সেলোর চোট তেমন গুরুতর কিছু নয়।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন মার্সেলো। তখনই তাঁর চোটের ভয়াবহতা সম্পর্কে আশঙ্কা জেগে উঠেছিল ব্রাজিল সমর্থকদের মনে। চোটে পড়ে মার্সেলোর বিশ্বকাপই শেষ হয়ে গেলো কি না, সেটিও ভাবিয়ে তুলেছিল অনেককে। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, মার্সেলোর পিঠের চোট তেমন গুরুতর কিছু নয়।
মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচেই মার্সেলো মাঠে নামতে পারবেন, এমন আশাপ্রকাশও করেছেন তারা। মার্সেলো নিজেও তাঁর ইনস্ট্রাগ্রাম আইডিতে লিখেছেন, বিশ্বকাপ স্বপ্ন এখনও ভালোভাবেই বেঁচে আছে তাঁর।
মার্সেলোর বদলি হিসেবে নেমে গতকাল দারুণ খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আরেক অসাধারণ লেফট ব্যাক ফিলিপে লুইস। লুইসের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ তিতে তাই মেক্সিকো ম্যাচে মার্সেলোকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন।
Comments