মেসির হোটেল রুমের সামনে রোনালদোর বিশাল ছবি
কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হতে কাজান এসে পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেখানে টিম হোটেল রামাদায় উঠেছে দলটি। কিন্তু সমস্যা হচ্ছে মেসিদের হোটেলের সামনের এক ভবনে ক্রিস্টিয়ানো রোনালদোর দৈত্যাকৃতির এক দেওয়াল চিত্র রয়েছে।
ফুটবল বোদ্ধাদের ধারণা, চলতি আসরে শুরুতেই দুর্দান্ত খেলে মেসির উপর মানসিক চাপ সৃষ্টি করেছেন রোনালদো। আর এ কারণেই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি মেসি। এবার হোটেল থেকে জানালা খুললেই দেখবেন রোনালদোর বিশাল ছবি। আর বিষয়টি ভালো না লাগার কথাই প্রতিদ্বন্দ্বী মেসির।
দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে অনেক চরাই উতরাই পার হতে হয়েছে আর্জেন্টিনাকে। আর শেষ ষোলোতে পৌঁছেও নেই স্বস্তিতে। মুখোমুখি হতে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের। তাই এ সময় মানসিক শান্তিটা বড্ড বেশি প্রয়োজন মেসিদের। কিন্তু চোখের সামনে রোনালদোর ছবি কিছুটা হলেও তাতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন ফুটবল বোদ্ধারা।
এ নিয়ে মেসিদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি এখনও। তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দেওয়াল চিত্র হোটেলের সব রুম থেকে দেখা যাবে না। তাই মেসির এখনও সুযোগ আছে নিজের রুমটি বদলে অন্য রুমে যাওয়ার।’ রুম বদলাবেন কি না তা জানা যাবে সময়েই। হয়তো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দ্বৈরথটা প্রকাশ না করতে চেয়ে জানালা বন্ধ করেও থাকতে পারেন মেসি।
মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় গত বছর কনফেডারেশন কাপে খেলার সুযোগ ছিল পর্তুগালের। তাদের একটি ম্যাচ ছিল কাজানে। আর বর্তমান সময়ের অন্যতম সেরা তারকাকে সম্মান জানাতেই রোনালদোর পাঁচ মিটার দৈর্ঘ্যের দেওয়াল চিত্রটি আঁকা হয়।
কোপা আমেরিকা ও গত বিশ্বকাপের ফাইনালে যে কোন একটি না হারলে কনফেডারেশন কাপে খেলত আর্জেন্টিনাও। আর তা হলে হয়তো এ চিত্রটি হতে পারতো মেসির। কাজান মেয়র ইলসুর মেতসিন সাংবাদিকদের জানিয়েছেন কাজানে আর্জেন্টিনা দল আসলে মেসিরও একটি দেওয়ার চিত্র অঙ্কন করা হবে।
Comments