রোনালদোকে আটকাতে কোন বিশেষ পরিকল্পনা নেই উরুগুয়ের

পর্তুগাল দলের প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাকে আটকে দিয়েই জয় ছিনিয়ে নিয়েছে অনেক ছোট সারির দল। কিন্তু দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের এমন কোন বিশেষ পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার সাবাস্তিয়ান কোয়েটস। আট-দশটা খেলোয়াড়ের মতোই রোনালদোকে আটকাবেন বলে জানান তিনি।  

গ্রুপ পর্বে রোনালদোর একক নৈপুণ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে পর্তুগাল। প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনার মূলনায়কই ছিলেন তিনি। হ্যাটট্রিক করেছেন। তিন ম্যাচেই তার গোল চারটি। রয়েছেন গোল্ডেন বুটের প্রতিযোগিতায়। যদিও শেষ ম্যাচে ইরানের বিপক্ষে কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি।

তাই স্বাভাবিকভাবে দ্বিতীয় রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচের আগে আলোচনায় রোনালদো। তাকে আটকানোর কি পরিকল্পনা তা নিয়ে উৎসাহের শেষ নেই। সংবাদ সম্মেলনে সাবাস্তিয়ানের কাছে প্রশ্নও রাখা হয়।  তার উত্তর, ‘হোক সে সুপারস্টার, কিন্তু আমরা তাকে আট দশটা খেলোয়াড়কে যেমন শ্রদ্ধা করি তাকেই একই রকম করবো।’

শেষ পর্যন্ত মাঠে কি হবে তা জানা যাবে শনিবার রাতেই। কিন্তু রোনালদোকে নিয়ে বিশেষ পরিকল্পনা না করলে যে বড় ধাক্কা খেতে হয় তা ভালো করেই টের পেয়েছে স্পেন। সে ম্যাচের আগে ঠিক একই রকম কথা বলেছিলেন স্প্যানিশ অধিনায়ক রামোস। মাঠে রোনালদোকে মুক্তভাবে খেলতে দেওয়ার ফলাফলটাও হাতেনাতে পেয়েছে তারা।

তবে চলতি আসরে দারুণ খেলছে উরুগুয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে দলটি। শুরুতে খোলসে থাকলেও ছন্দ খুঁজে পেয়েছেন লুইস সুয়ারেজ, এডিসন কাভানির মতো তারকারা। তাই রোনালদোকে নিয়ে বিশেষ পরিকল্পনায় না গিয়ে নিজেদের নিয়ে ভাবার বিলাসিতায় যেতেই পারেন তারা।

Comments

The Daily Star  | English

Israel army warns 'danger persists' despite ceasefire with Iran

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago