এক ম্যাচ হাতে রেখেই সালমাদের সিরিজ জয়

কিছু দিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেটারেরা। অনেকে সেটাকে অঘটনও বলেছিলেন। কিন্তু তা যে প্রত্যাশিত জয় ছিল তা আবারও প্রমাণ করে দেখাল সালমা খাতুনের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা। শামিমা সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসবাহিনী।
ফাইল ছবি

কিছু দিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেটারেরা। অনেকে সেটাকে অঘটন বলেছিলেন। কিন্তু তা যে প্রত্যাশিত জয় ছিল তা আবারও প্রমাণ করে দেখাল সালমা খাতুনের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা। শামিমা সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসবাহিনী।

আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন জাহানারা আলম। শুক্রবারও এমন কিছুই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। দলীয় ১৩ রানেই দুই আইরিশ ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। ফলে দারুণ সূচনা পায় বাংলাদেশ। সে ছন্দ ধরে রেখে বাকি বোলাররাও দারুণ বল করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানেই আটকে ফেলে তাদের। 

আয়ারল্যান্ডের পক্ষে একাই লড়াই করেন সিলিসিয়া জয়েস। ফাহিমা খাতুনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে মাত্র ১৫ রানের খরচায় ২টি উইকেট নেন জাহানারা। নাহিদা আক্তারও ২টি উইকেট পান ১৮ রানের বিনিময়ে।

জবাবে দলীয় ২১ রানেই আয়শা রহমানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হকের সঙ্গে শামিমার ৭৫ রানের জুটিতেই বদলে যায় সব। জয়ের ভিত গড়ে দিয়ে ব্যক্তিগত ৫১ রানে আউট হন শামিমা। এরপর বাকি রান তুলতে দ্রুত আরও ৪টি উইকেট হারালেও বিপদ বড় হয়নি। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

Comments

The Daily Star  | English
dmp cases

33 DMP OCs to be transferred in first phase

At least 33 officers-in-charge (OC) of Dhaka Metropolitan Police are going to be transferred following an Election Commission directive, DMP said today

19m ago