স্বপ্নমাখা বল দিয়ে নকআউট পর্ব
গ্রুপ পর্বের খেলাগুলো হয়েছে অ্যাডিডাস টেলস্টার ১৮ বলে। তবে নকআউট পর্বের খেলাগুলো হবে ভিন্ন বলে। অ্যাডিডাস টেলস্টার ১৮ নয়, ‘টেলস্টার মেশতা’ নামের বল দিয়ে একে অন্যের সাথে লড়াই করবে দলগুলো।
রুশ ভাষায় ‘মেশতা’ শব্দটির অর্থ হলো ‘স্বপ্ন’। সেই স্বপ্নমাখা বল সাথে নিয়েই আজ যাত্রা শুরু হচ্ছে ষোলো দলের বিশ্বকাপ স্বপ্নের দ্বিতীয় পর্ব।
ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচ দিয়েই যাত্রা শুরু হচ্ছে টেলস্টার মেশতা বলের। আগের বলের সাদা কালো ডিজাইনের সাথে এবার যোগ হয়েছে লাল রংও। সব ডিজাইন থাকছে আগের মতোই, শুধু কালো রংয়ের উপরে লাল লাল ছোপ যুক্ত হচ্ছে টেলস্টার মেশতাতে।
লাল রং যোগ করার কারণ হিসেবে ফিফা বলেছে, স্বাগতিক দেশ রাশিয়ার জাতীয় রং থেকে অনুপ্রাণিত হয়েই বলে লাল রং যোগ করেছে তারা। এছাড়া নকআউট পর্বের উত্তেজনাকে ফুটিয়ে তুলতেও এই লাল রংয়ের ব্যবহার বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি।
Comments