এমবাপেকে শুভকামনা জানালেন পেলে
শুধু জোড়া গোলই করেননি, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দারুণ একটি কৃতিত্বও দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন ১৯ বছর বয়সী এমবাপে। ম্যাচশেষে এই অনুভূতি নিশ্চয়ই আরও মধুর ঠেকেছে তাঁর কাছে। যার রেকর্ড ছুঁয়েছেন, সেই পেলেই যে শুভেচ্ছা জানিয়েছেন এমবাপেকে।
১৯৫৮ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জিতিয়েছিলেন ১৭ বছর বয়সী পেলে। এমবাপের কীর্তিটা হয়তো অত বড় ম্যাচে নয়, তবে তাতে অর্জনের মহিমা কমছে না এতটুকুও। নকআউট ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ছিটকে দেয়া তো কম বড় অর্জন নয়!
এমন পারফরম্যান্সের পর পিএসজির এই উদীয়মান তারকাকে শুভেচ্ছা না জানিয়ে পারেননি ফুটবল সম্রাট পেলে। নিজের টুইটার অ্যাকাউন্টকেই বেছে নিয়েছেন শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে। তর্কযোগ্যভাবে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়টিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পেলে লিখেছেন, ‘অভিনন্দন কিলিয়ান এমবাপে। এত কম বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল!’
এমবাপেকে টুর্নামেন্টের সামনের ম্যাচগুলোর জন্যও শুভকামনা জানিয়েছেন পেলে। তবে এটাও লিখেছেন, ব্রাজিলের বিপক্ষে যেন তাঁর এই ফর্ম অব্যাহত না থাকে! সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে পড়তে হবে ব্রাজিলকে। কাল যেরকম খেলা দেখিয়েছেন এমবাপে, ব্রাজিলের বিপক্ষেও সেরকমটা খেললে যে বেশ ভুগতে হবে তিতের দলকে, তা ভালোই বুঝেছেন পেলে। আর তাই এমবাপেকে শুভকামনা জানানোর মাঝে ফাঁক রেখে দিয়েছেন কিছুটা, ‘সামনের ম্যাচগুলোর জন্যেও তোমার জন্য শুভকামনা থাকলো। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছাড়া!’
ম্যাচশেষে ফ্রেঞ্চ পত্রিকা এল’ইকুইপের কাছে নিজের এমন কীর্তির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্রান্সের এই নতুন সেনসেশনও, ‘আমি খুব খুশি। পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে এমন কীর্তি করতে পারাটা আমার জন্য অনেক বড় কিছু। পেলে অন্য লেভেলের, তবে এরকম কিংবদন্তিদের সাথে একই ক্যাটাগরিতে থাকতে পারাটাও বিশেষ কিছু।’
Comments