রাবিতেও ‘ছাত্রলীগের হামলা’
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা ক্যাম্পাসে মানববন্ধন করতে গেলে সরকার দলীয় ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর আজ রাজশাহীতেও হামলা মুখে পড়ল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকালের হামলার প্রতিবাদে আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ঘোষণা করেছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
দ্য ডেইলি স্টারের রাবি সংবাদদাতা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। পরে সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা ফের জড়ো হয়ে মানবন্ধন করতে গেলে গাছের ডাল ও লাঠি নিয়ে আন্দোলনকারীদের মারধর করা হয়। এতে অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
Comments