গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর হলো আজ। ২০১৬ সালের এই দিনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের ফুল দিয়ে স্মরণ করছে জাতি। ছবি: পলাশ খান

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর হলো আজ। ২০১৬ সালের এই দিনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।

গুলশানের যে বাড়িটিতে হোলি আর্টিজান বেকারিটি ছিল সেই বাড়িটিতে শ্রদ্ধা জানানোর জন্য আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলে দেওয়া হয়। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবি: পলাশ খান

দুই বছর আগে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জিম্মি করে ২০ জনকে হত্যা করে একদল জঙ্গি। নিহতদের মধ্যে তিন জন বাংলাদেশি ও ১৭ জন বিদেশি নাগরিক। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছিলেন দুজন পুলিশ কর্মকর্তা।

পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে ১২ ঘণ্টার এই জিম্মি সংকটের অবসান হয়। অভিযানে পাঁচ জন জঙ্গি ও রেস্টুরেন্টের এক কর্মী নিহত হয়।

ছবি: পলাশ খান

গুলশান হামলার পর সারাদেশে অন্তত ৩০ টি জায়গায় জঙ্গিবিরোধী অভিযানে ৮০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments