ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৯৮ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক।
আসর শুরু হওয়ার আগে ক্রোয়েশিয়াকে নিয়ে তেমন আলোচনা ছিল না। তবে সবার মনোযোগ কাড়তে বাধ্য করেছে পারফরম্যান্স দিয়েই। আর্জেন্টিনার মতো শক্তিধর দলকে উড়িয়ে দিয়েছে তারা ৩-০ গোলে। তবে প্রতিপক্ষ ডেনমার্কও শক্তির দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। ফ্রান্সের মতো জায়ান্ট দলকে রুখে দিয়েছে তারা। তাই জমজমাট একটা লড়াই প্রত্যাশা করতেই পারে ফুটবল প্রেমীরা।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন?
বাংলাদেশ সময় রাত ১২টা, শনিবার, ১ জুলাই
কোথায়?
নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম, নিঝনি নোভগোরোদ
নজরে থাকবেন যারা
ক্রিস্টিয়ান এরিকসনের দিকেই তাকিয়ে থাকবে ডেনমার্ক। টটেনহ্যামের বর্ষসেরা এ খেলোয়াড় একাই গড়ে দিতে পারেন ম্যাচের পার্থক্য। গোলবারে ক্যাসপার স্মাইকেলও হতে পারেন বাজির ঘোড়া।
মধ্যমাঠে বর্তমান সময়ের সেরা তারকা লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার প্রাণ ভোমরা। তবে ইভান রকিতিচও কম যান না। দারুণ ছন্দে আছে। এছাড়া মারিও মান্দজুকিচও ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
ক্রোয়েশিয়া : (৪-২-৩-১) সুবাসিচ, ভ্রাসাইকো, লোভরেন, ভিদা, স্ট্রিনিচ, রকিতিচ, বাদেলজ, ব্রোজোভিচ, মদ্রিচ, পেরিসিচ ও মান্দজুকিচ।
ডেনমার্ক : (৪-২-৩-১) স্মাইকেল, ডালসগার্ড, কেজায়ের, ক্রিস্টিনসেন, লারসন, শোনে, ডেলানি, কর্নিলিউয়াস, এরিকসন, ব্রেথওয়াইট ও জর্গেনসন।
ভবিষ্যদ্বাণী : শক্তির দিক থেকে গিয়ে ক্রোয়েশিয়া। তবে দুর্বল নয় ডেনিশরাও। লড়াইটা তাই হাড্ডাহাড্ডি হওয়ারই কথা। তবে সাম্প্রতিক ফর্মের কথা বিবেচনা করেই এগিয়ে থাকবে ক্রোয়েটরা।
সম্ভাব্য স্কোর : ক্রোয়েশিয়া ২-০ ডেনমার্ক
অতিরিক্ত সংযোজন :
১) এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগের পাঁচ লড়াইয়ে দুটি করে জয় দুই দলেরই। অপরটি ড্র।
২) বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে ছয় লড়াইয়ের পাঁচটিতেই জিতেছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা।
৩) প্রথমবারের মতো এবার টানা তিনটি ম্যাচে জিতেছে ক্রোয়েশিয়া।
৪) এবারের আসরে ক্রোয়েশিয়ার দেওয়া সাত গোলের ছয়টিই এসেছে দ্বিতীয়ার্ধে।
৫) অক্টোবর ২০১৬ সালে মন্টেনেগ্রোর বিপক্ষে ০-১ গোলে হারার পর থেকে টানা ১৮টি ম্যাচে অপরাজিত আছে ডেনমার্ক (জয় ৯, ড্র ৯)।
৬) প্রথমবারের মতো টানা চার ম্যাচের অপরাজিত থাকার হাতছানি ডেনিশদের সামনে।
৭) শেষ সাত ম্যাচের ছয়টিতেই কোন গোল হজম করেনি ডেনমার্ক।
Comments