রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন পর্যবেক্ষণে কক্সবাজারে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়াং কিম। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে রয়েছেন বলে ইউএনবির খবরে জানানো হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা জানান, জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধান বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছা প্রত্যাবাসনের অগ্রগতি যাচাই করবেন।
রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিম রোববার বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে তিনি এটাও বলেন, যে দেশগুলো শরণার্থীদের সাহায্য করছে তাদের জন্য যেন এটা সাজা হয়ে যায়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে গত বছরের আগস্ট মাস থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
Comments