কুমিল্লায় এক মামলায় খালেদার জামিন স্থগিতই থাকছে
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত থাকছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্ট থেকে খালেদাকে দেওয়া জামিনের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ এই আদেশ দেন।
সেই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে খালেদার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে আগুন দিয়ে সাত জনকে পুড়িয়ে হত্যা ও ২৫-২৬ জনকে আহত করার অভিযোগে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি খালেদাকে আসামী করে এই মামলাটি করা হয়েছিল।
এবছর ২৮ মে এই মামলায় খালেদাকে জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে এই মামলায় খালেদাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না সরকারকে তার ব্যাখ্যা দিতে বলা হয়।
গত ৩১ মে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা।
Comments