ব্রাজিল বনাম মেক্সিকো : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

বিশ্বকাপ ফুটবল ব্রাজিল বনাম মেক্সিকো

গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্ব শুরু। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবেলা করবে চলতি আসরে চমক দেখান মেক্সিকো।

দারুণ শক্তিধর দল নিয়েই রাশিয়া পা দিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুটা ভালো না হলেও শেষ দুই ম্যাচে দারুণ খেলেছে দলটি। দলের সব খেলোয়াড়ই কমবেশি ছন্দে আছেন। তবে শেষ ম্যাচটা ছাড়া আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে মেক্সিকোও। সুইডেনের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার স্মৃতি ভুলে নতুন করে নিজেদের মতো খেলতে পারলে লড়াইটা জমজমাটই হওয়ার কথা।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন?

বাংলাদেশ সময় রাত ৮টা, সোমবার, ২ জুলাই।

কোথায়?

সামারা অ্যারেনা, সামারা

নজরে থাকবেন যারা

দলের মূল শক্তি নেইমার। তবে তাকে ছাপিয়ে চলতি আসরে নজর কেড়ে নিয়েছেন বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনহো। একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন তিনি। দূরপাল্লার শটে যখন তখন আচমকা গোল দেওয়ায় তার বেশ নাম ডাক। ছন্দেও আছেন দারুণ। তবে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন নেইমারও।

২৯ বছর বয়সী হ্যাভিয়ার হার্নান্দেজের দিকেই তাকিয়ে থাকবে মেক্সিকো। যদিও চলতি মৌসুমটা ভালো যায়নি। ওয়েস্ট হ্যামের হয়ে ৩৩ ম্যাচে মাত্র ৯ গোল। কিন্তু নিজের সেরা ফর্মে ফিরলে কোন কিছুই অসম্ভব নয়। এছাড়া মিগুয়েল লাউন, আন্দ্রেস গুয়ার্দাদো, হার্ভিং লোজানো, জিওভানি দস সান্তোসরা তাদের সেরাটা খেলতে পারলে নজর রাখতেই হবে টিম মেক্সিকোর উপর।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

ব্রাজিল : (৪-৩-৩) অ্যালিসন, ফাগনার, সিলভা, মিরান্দা, লুইস, ক্যাসেমিরো, পৌলিনহো, উইলিয়ান, কৌতিনহো, নেইমার ও জেসুস।

মেক্সিকো : (৪-৩-৩) ওচোয়া, আলভারেজ, সেলসেডো, আয়ালা, হেসুস গেলার্ডো, লাউন, হেরেরা, হেক্টর গেলার্ডো, ভেয়া, হার্নান্দেজ ও লোজানো।

ভবিষ্যদ্বাণী : শক্তির বিচারে এগিয়ে ব্রাজিল। দলে প্রতিটি বিভাগেই দারুণ সব খেলোয়াড়। আছে ভালো বিকল্পও। মাঠেও দারুণ খেলছে দলটি। তাই পরিষ্কারভাবেই এগিয়ে থেকে মাঠে নামবে তারা। তবে জমাট ডিফেন্সে আর পাল্টা আক্রমণ যেভাবে জার্মানদের কাবু করেছিল তেমনটা আবার করতে পারলে ভোগান্তিতে পড়তে পারে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

সম্ভাব্য স্কোর : ব্রাজিল ২-০ মেক্সিকো।

অতিরিক্ত সংযোজন :

১) এর আগে ব্রাজিল এবং মেক্সিকো ৪০ বার মুখোমুখি হয়েছে। তাতে জয়ের পাল্লাটা ভারি সেলেকাওদের। ২৩বার জিতেছে তারা। মেক্সিকো জিতেছে ১০ বার। বাকি সাতটি ড্র।

২) মুখোমুখি লড়াইয়ের শেষ চারটি ম্যাচে জয় পায়নি মেক্সিকো। তিনটিতে হেরেছে, অপরটি ড্র। এমনকি কোন গোলও দিতে পারেনি।

৩) বিশ্বকাপে এ নিয়ে পঞ্চমবারের মতো মোকাবেলা করছে দলদু’টি। উত্তর আমেরিকার কোন দলের বিপক্ষে কখনোই হারেনি ব্রাজিল।

৪) ব্রাজিল সর্বশেষ ১৯৯০ সালে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছিল। সেবার আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরে বিদায় নেয় তারা।

৫) ২০০৬ সালের পর বিশ্বকাপে এবারই টানা তৃতীয় জয়ের পথে রয়েছে ব্রাজিল। শেষ ১৪টি ম্যাচে অপরাজিত তারা। ২০১৭ সালের জুনে আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরেছিল দলটি।

৬) শেষ ছয়টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে মেক্সিকো। ঘরের মাঠ ছাড়া তারা কখনোই শেষ ষোলোর গণ্ডি পার হতে পারেনি।

৭) ট্রফি জয় ছাড়া মেক্সিকোই বিশ্বকাপে সর্বোচ্চ ৫৬টি ম্যাচ খেলেছে। 

আরও পড়ুনঃ স্পেনের জার্সিতে আর দেখা যাবে না ইনিয়েস্তাকে​

আরও পড়ুনঃ মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের

আরও পড়ুনঃ নেইমারের হালচাল জানালেন তিতে

 

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

16h ago