‘কেবল বোকা আর অতি সাহসীরাই ব্রাজিলের বিপক্ষে বাজি ধরবে’
বিশ্বকাপ জেতার জন্য নিজ দেশ ব্রাজিলকেই বাকি সবার চেয়ে ফেভারিট হিসেবে দাবি করেছেন রবার্তো কার্লোস। বলেছেন, কেবল বোকা আর অতি সাহসীরাই ব্রাজিলের বিপক্ষে বাজি ধরবে।
নিজের দেশ বলে, কিংবা অতি আত্মবিশ্বাসী হয়ে এমন মন্তব্য করেননি কার্লোস। কেন ব্রাজিলকে পরিষ্কার ফেভারিট মানছেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুলব্যাক, ‘কেবল নিজের দেশ বলে এমনটা দাবি করছি না আমি। যত দিন যাচ্ছে, ব্রাজিল তত উন্নতি করছে। প্রত্যেক দিন আগের দিনের তুলনায় ভালো হচ্ছে দলটি। এই বিশ্বকাপে দলগতভাবে আর কোন দল ব্রাজিলের মতো এত সংঘবদ্ধ নয়। এমনকি প্রতিটি পজিশনে ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো যে খেলোয়াড় আছে ব্রাজিলের, তা আর অন্য কোন দলের নেই।’
এরপরই আসল মন্তব্যটি করেছেন কিংবদন্তি এই ডিফেন্ডার, ‘নেইমার তাঁর সেরা ফর্মে ফিরছে, রক্ষণভাগকে বেশ সলিড দেখাচ্ছে, দলের সবার আত্মবিশ্বাসও তুঙ্গে। এখন ব্রাজিল দলের যে অবস্থা, তাতে একজন বোকা কিংবা সাহসী লোকই কেবল ব্রাজিলের বিপক্ষে বাজি ধরবে।’
এবারের বিশ্বকাপে এরই মধ্যে অনেকগুলো বড় দল বিদায় নিয়েছে। এ ব্যাপারে অবশ্য খুব একটা উদ্বিগ্ন মনে হলো না কার্লোসকে, ‘বাকি বড় দলগুলো খোঁড়াচ্ছে, এ ব্যাপারে আসলে আমি উদ্বিগ্ন নেই। আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেনের মতো বড় দলগুলো নিজেদের সেরাটা দিতে পারেনি এখনও, জার্মানি তো বিদায়ই নিলো গ্রুপ পর্ব থেকে।’
শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত আটটায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
Comments