বাবার নামে মেয়ের স্কুল

‘মাহমুদুন্নবী সংগীত নিকেতন’ নামে একটি গানের স্কুল খোলার ঘোষণা দিয়েছেন তার কন্যা ও জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চলতি মাস থেকেই স্কুলটির কার্যক্রম শুরু করেছেন তিনি।
Samina Chowdhuy
কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। ছবি: দ্য ডেইলি স্টার

‘মাহমুদুন্নবী সংগীত নিকেতন’ নামে একটি গানের স্কুল খোলার ঘোষণা দিয়েছেন তার কন্যা ও জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চলতি মাস থেকেই স্কুলটির কার্যক্রম শুরু করেছেন তিনি।

প্রাথমিকভাবে নিজের বাসায় গানের তালিম শুরু করলেও আগামীতে স্কুলটির পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

সামিনা চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাবার ‘আধুনিক সংগীত নিকেতন’ নামে একটি গানের স্কুল ছিল। আমি নিজেও বাসায় গান শেখাই। তবে এর কোনো নাম নেই। বাবার সেই স্কুলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই আমার এ উদ্যোগ।”

“এই স্কুলের মাধ্যমে বাবার নামটি নতুন প্রজন্মের শিল্পীরা জানতে পারবে। তার সংগীতকর্ম সম্পর্কে একটু ধারণা পাবে তারা। আপাতত আমি নিজেই তাদের গান শেখাব। ভবিষ্যতে হয়তো অন্য পরিকল্পনা করব,” যোগ করেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’-খ্যাত এই কণ্ঠশিল্পী।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

21m ago