আসিফ আকবরকে পিস্তল ধরলেন মৌসুমী!

Asif Akbar and Mousumi Hamid
অভিনেত্রী-মডেল মৌসুমী হামিদ এবং সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

মৌসুমী হামিদ পিস্তল তাক করে আছেন গায়ক আসিফ আকবরের দিকে। কী এর কারণ? সবকিছুর উত্তর মিলবে আগামী ৫ জুলাই। কেননা, ‘আগুন পানি’ নামে আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে সেদিন। গানের ভিডিওতে শিল্পীর সাথে মডেল হিসেবে থাকছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

গানটির বিষয়ে আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গান এবং ভিডিও দুটোর কাজই সুন্দর হয়েছে। মৌসুমী হামিদ এবং আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। শুটিংয়ের প্রযোজনে যে পিস্তল ব্যবহৃত হয়েছে সেটি বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খানের।”

মৌসুমী হামিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লাগছে তার সঙ্গে কাজ করতে পারায়। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে আমাকে।”

আগামী ৫ জুলাই ধ্রুব মিউজিক ইউটিউব চ্যানেলে ’আগুন পানি’ গানটি প্রকাশিত হবে। গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Comments

The Daily Star  | English

South Africa win World Test Championship to end trophy drought

South Africa won the World Test Championship on Saturday, completing a remarkable turnaround to beat Australia by five wickets as they successfully chased down an imposing 282-run target.

47m ago