এখনই ব্রাজিলের কথা ভাবছে না বেলজিয়াম
শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে তারকায় ঠাঁসা দুই দল ব্রাজিল ও বেলজিয়ামের। তবে এখনই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কথা ভাবছেন না বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। আগে জাপান ম্যাচ ভালোভাবে পার করার দিকেই মনোযোগী হচ্ছেন তিনি।
স্বাগতিক রাশিয়া ছাড়া শেষ ষোলোতে ওঠা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে আছে জাপানই। তবে খেলতে নামলে র্যাঙ্কিং যে নিছকই এক সংখ্যা, সেটা তো এই বিশ্বকাপে বারবারই প্রমাণিত হয়েছে। জাপানকে তাই হালকা ভাবে নেয়ার কোন সুযোগ দেখছেন না মার্টিনেজ।
জাপানি খেলোয়াড়দের প্রশংসাই করেছেন বেলজিয়াম কোচ, ‘ওদের ফুটবলারদের এনার্জি অসাধারণ। খুব দ্রুত মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেতে পারে তারা। এই জাপান দলে অভিজ্ঞ খেলোয়াড়ও আছে বেশ কয়েকজন। ওদের অনেক খেলোয়াড় ইউরোপের বড় বড় লীগে অনেক দিন ধরে খেলছে। এই পর্যায়ের ম্যাচ জেতার জন্য কী কী করা দরকার সেটা তারা জানে। আমি কঠিন একটি ম্যাচের প্রত্যাশা করছি।’
কোচের মতো এখনই ব্রাজিলকে নিয়ে ভাবছেন না এডেন হ্যাজার্ডও। জাপান বাধা পার হওয়াই আপাতত তাঁর মূল লক্ষ্য, ‘এই ম্যাচকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারেই নেব। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। ম্যাচের শুরু থেকেই আমাদের সর্বোচ্চ মনোযোগী হতে হবে। আমরা এখন শুধু জাপান ম্যাচ নিয়েই ভাবছি, অন্য কোন দিকে আমাদের মনোযোগ নেই। আমাদের সেরা সব খেলোয়াড় আছে, দল হয়ে খেললে ম্যাচের ফলাফল আমাদের হাতেই থাকবে।’
Comments