এমন জয়ের পরও শেখার কথা বললেন নেইমার
শুরু ধাক্কাটা সামলে নিল ব্রাজিলিয়ান রক্ষণভাগ। এরপর কেবল নেইমারদের গল্প। একের পর এক আক্রমণে গোল আদায় করে নিল দুটি। তাতেই কোয়ার্টার ফাইনালের টিকেট পেল ব্রাজিল। এমন জয়ের পরও একে কঠিন জয় মনে করছেন দলের সেরা তারকা নেইমার। তাই এটা থেকে দলকে শিক্ষা নেওয়ার কথাই বললেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি এ ফুটবলার।
সোমবার সামারা অ্যারেনায় দুর্দান্ত খেলেছেন নেইমার। নিজে গোল করেছেন। করিয়েছেনও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় দল। তবে শুরুতে গোল পাওয়ার মতো বেশ কিছু আক্রমণও করেছিল মেক্সিকো। রক্ষণভাগ ঠিকভাবে না সামলালে হয়তো পিছিয়েও পড়তে পারতেন। তাই দলকে সতর্ক করে দিয়েই বললেন, ‘কঠিন পরিস্থিতিতে কিভাবে উৎরাতে হয় তা শিখতে হবে। এটা খুব কঠিন ম্যাচ ছিল। আমরা জানি প্রতিপক্ষের দক্ষতা কি ছিল।’
মূলত এদিন নেইমারের নৈপুণ্যেই জয় পায় ব্রাজিল। অথচ আগের ম্যাচগুলোতে ঠিক যেন নেইমারের মতো সবকিছু হচ্ছিল না। গোলও পেয়েছিলেন। কিন্তু তার কাছে প্রত্যাশা ছিল আরও বেশি। এদিন নিজের পারফরম্যান্সে তাই দারুণ তৃপ্ত এ খেলোয়াড়। তবে দলের জয়ে আরও বেশি উচ্ছ্বসিত এ পিএসজি তারকা, ‘আমি আমার পারফরম্যান্সে খুব খুশি, তবে তার চেয়েও বেশি দলের জয়ে।’
এদিন ম্যাচের ৫১ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। উইলিয়ানের ক্রস সামনে থাকা জেসুস মিস করলেও করেননি নেইমার। অনেকটা ঝাঁপিয়ে পা বাড়িয়ে আলতো টোকায় বল জালে জড়ান। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে একক প্রচেষ্টায় গোলটা প্রায় করে ফেলেছিলেন নেইমার। মেক্সিকান গোলরক্ষক ওচোয়া হালকা ছোঁয়ায় দিক বদলে দেন। তবে নেইমারকে বঞ্চিত করলেও পারেননি ফিরমিনোকে। সেখান থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এ লিভারপুল তারকা।
Comments