মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Mahaakshay aka Mimoh
বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী, আর প্রতারণার অভিযোগ উঠেছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে। নতুন দিল্লির একটি আদালত অভিযুক্তের বিরুদ্ধে এজহার (এফআইআর) দাখিলের আদেশও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ (৩ জুলাই) এক প্রতিবেদনে জানায়, অতিরিক্ত প্রধান মহানগর হাকিম একতা গৌবা তার আদেশটিতে বলেন, মিঠুনের স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে এজহার দাখিলের জন্যে যথেষ্ট প্রমাণাদি রয়েছে।

এ বিষয়ে আইন অনুযায়ি এগিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

যে নারী এই অভিযোগ করেছেন তার ভাষ্য হলো: মহাক্ষয় তার সঙ্গে সম্পর্ক করার পর তাকে ধর্ষণ করে। এরপর, তিনি অন্তঃসত্ত্বা হলে তার গর্ভপাতের জন্যে ব্যবস্থা গ্রহণ করেন মিঠুনপুত্র।

অভিযোগপত্রে আরও রয়েছে যে, মহাক্ষয়ের মা যোগিতা বালি অভিযোগকারী নারীকে খারাপ পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন।

এই অভিযোগটি প্রথমে মুম্বাইয়ের একটি আদালতে করা হলেও অভিযোগকারীর জীবন হুমকির মুখে পড়েছে- এমন দাবিতে তা নতুন দিল্লিতে স্থানান্তর করা হয়।

Comments