ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে তিন তরুণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা তিন তরুণকে দলে নিয়েছে বিসিবি। টেস্টের পর ওয়ানডে দলেও প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। রাখা হয়েছে দুই পেসার আবু জায়েদ রাহি ও আবু হায়দার রনিকে।
মঙ্গলবার ১৬ সদস্যের দল দেয় বিসিবি। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের দলে থাকা এনামুল হক বিজয় ধরে রেখেছেন জায়গা। চোটের কারণে টেস্ট স্কোয়াডে না থাকা মোস্তাফিজুর রহমান আছেন ওয়ানডে দলে। ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
টেস্ট দল থেকে বাদ পড়লেও শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বড় সেঞ্চুরি করে ওয়ানডে দলে জায়গা পাকা রেখেছেন সাব্বির রহমান।
তবে খারাপ ফর্মের কারণে আরও একটি ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকলেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
২২ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে মাশরাফি মর্তুজার দল। ২৫ জুলাই একই ভেন্যুতে হবে পরের ম্যাচ। ২৮ জুলাই তৃতীয় ওয়ানডের ভেন্যু সেন্ট কিটস।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।
Comments