এবার অধিনায়কত্ব অনেক সহজ হবে: সাকিব
দ্বিতীয় দফায় টেস্ট দলের দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজেই। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। সাকিব আল হাসানের টেস্ট অধিনায়কত্বে প্রত্যাবর্তন তাই হয়েছে বিলম্বিত। যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেখানেই ফিরছেন সাদা পোশাকের নেতা হয়ে। দলের অবস্থা বিবেচনাতেই এবার কাজটা সহজ ভাবছেন তিনি।
বুধবার অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তার আগের দিন আত্মবিশ্বাসী শোনালো বাংলাদেশ অধিনায়কের কণ্ঠ, 'সত্যি কথা বলতে আমি খুব একটা ভাবছি না। আমি মনে করি আগেরবারের থেকে এবারের অধিনায়কত্ব আরও সহজ হবে, কারণ দল এখন আমাদের দল আগেরবারের তুলনায় অনেক ভালো।'
গত বছর কয়েক সাদা পোশাকে উন্নতির ধারায় আছে বাংলাদেশ। উন্নতিটা অবশ্য ঘরের মাঠেই বেশি। অ্যাওয়ে সিরিজে বেশিরভাগ সময়েই ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু সাকিব মনে করেন পুড়ে পুড়ে খাঁটি হচ্ছেন তারা। আর সেটাই এবার কাজটা সহজ করে দিতে পারে, ‘আমি মনে করি আমাদের সবাই এই সময়টা পার করে এসেছে। সবাই ভালো শুরুর পর কঠিন সময়ের সম্মুখীন হয়। এরপর উন্নতির ধারায় বজায় রাখার সঙ্গে কষ্ট করে যেতে হয়। যখন একজন ক্রিকেটার পাঁচ বছর বাঁধা বিপত্তির মধ্য দিয়ে যায়, তখন তার জন্য এইসব বিষয় সহজ হয়ে যায়।'
বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে অ্যান্টিগা টেস্ট।
Comments