নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ গঠন
দুর্নীতির অভিযোগ মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নাজিবকে গ্রেপ্তারের পর আজ কুয়ালালামপুর হাইকোর্টে নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দেশটির দুর্নীতি দমন সংস্থা কুয়ালালামপুরের বাসভবন থেকে নাজিবকে গ্রেপ্তার করে।
নাজিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন।
নির্বাচনে পরাজয়ের দুই মাস পর দুর্নীতির মামলায় নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। অবশ্য সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
গত জুন মাসে পুলিশ নাজিব রাজাকের বাড়ি থেকে বিপুল পরিমাণ মূল্যবান গয়না ও নগদ অর্থ উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। মালয়েশিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ধরনের মূল্যবান জিনিসপত্র জব্দের ঘটনা।
Comments