বিমানবন্দরের সামনের সড়কে দুর্ঘটনায় ‘পাঠাও’ যাত্রী নিহত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও-এর এক যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে বিআরটিসির দোতলা বাসের সঙ্গে এই দুর্ঘটনায় আহত হন বাইকটির চালকও।
নিহত নাজমুল হাসান (৩২) এএনডি টেলিকম নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের সামনের মোড়ে বিআরটিসির একটি দোতলা বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শরিফ হোসেন বলেন, দুর্ঘটনার পর পরই উপস্থিত লোকজনের সহায়তায় বাসসহ চালক আজিজুল হককে আটক করা হয়। পাঠাও-এর বাইকে নাজমুল মহাখালী থেকে দক্ষিণখানের মোল্লারটেক যাচ্ছিলেন।
Comments