ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

sonali bendre
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ছবি: সংগৃহীত

বলিউডে অল্প সময়ের মধ্যে দুটি খারাপ খবর এলো। ‘সালাম বোম্বে’-খ্যাত অভিনেতা ইরফান খানের বিরল রোগে আক্রান্ত হওয়ার পর এবার খবর এলো ক্যান্সারে আক্রান্ত ‘সারফারোশ’ অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোনালি খুবই অসুস্থ। ক্যান্সারের মাত্রা তীব্র হওয়ায় এখন তিনি নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন।

এক বার্তায় ‘আগ’ অভিনেত্রী বলেন, “কখনো কখনো এমন সময় আসে যখন আপনি না চাইলেও জীবন আপনাকে নিয়ে খেলা করবে। সম্প্রতি, আমি জটিল ক্যান্সারে আক্রান্ত।… আত্মীয়, বন্ধুরা আমার পাশে রয়েছেন। আমাকে সবধরনের সহযোগিতা করছেন।”

সেই বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বলিউডের এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। জানান, চিকিৎসকের পরামর্শে তিনি নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন। “আমরা আশাবাদী। এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। গত কয়েকদিন থেকে অনেক অনেক শুভাকাঙ্খী আমার প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন। আমি সবার কাছে খুব কৃতজ্ঞ,” বলেন সোনালি বেন্দ্রে।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago