রোনালদোর সঙ্গে পৌলিনহোকেও চায় জুভেন্টাস
সিরি এ’তে গত সাত মৌসুম ধরে টানা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে জুভেন্টাস। কিন্তু এর বাইরে সাফল্য বলতে গেলে নেই। বিশেষ করে চ্যাম্পিয়ন লিগ শিরোপার কাছাকাছি গিয়েও খালি ফিরতে হচ্ছে তাদের। তাই চলতি মৌসুমে বেশ আটঘাট বেঁধেই নেমেছে দলটি। ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন শেষ না হতেই জানা যাচ্ছে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকা পৌলিনহোকেও দলে টানতে চাইছে দলটি।
মঙ্গলবার থেকেই ফুটবল পাড়ায় জোর গুঞ্জন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন রোনালদো। দুই ক্লাব নাকি তাতে অনেকটা এগিয়েও গেছেন। তবে এ আলোচনার একদিন পরই স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালন পৌলিনহোর খবর প্রকাশ করে। পত্রিকাটি জানায় ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে নাম লেখাচ্ছেন এ ব্রাজিলিয়ান তারকা।
নিঃসন্দেহে রোনালদোকে দলে টানতে পারলে বড় চমক হবে জুভেন্টাসের জন্য। তবে পৌলিনহোকে দলে টানাও তাদের জন্য হবে দারুণ সিদ্ধান্ত। চলতি বিশ্বকাপে দারুণ খেলছেন তিনি। গোলও দিয়েছেন। একটি ম্যাচের সেরাও হয়েছেন এ মিডফিল্ডার। মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে দারুণ ভূমিকা রাখছেন তিনি। তাই জুভেন্টাসের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে হতে পারেন কার্যকরী সদস্য।
তবে ২৯ বছর বয়সী পৌলিনহো ব্রাজিলের কোরিন্থিয়াস ছাড়ার পর থেকেই অনিশ্চয়তার মধ্যেই আছেন। ইংলিশ ক্লাব টটেনহ্যামে হটস্পার্সে থিতু হতে না পেরে নাম লেখান চীনের ক্লাব গুয়াংঝু এভারগ্রান্দেতে। ২০১৭ সালে যোগ দেন বার্সেলোনায়। তবে এক মৌসুম যেতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন।
Comments