টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রাহির অভিষেক

Abu Jayed Rahi
রাহির হাতে টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

অ্যান্টিগায় পেস বোলারদের জন্য সহায়ক পিচে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। একাদশে তিন পেসার নিয়ে খেলা বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেস বোলার আবু জায়েদ রাহির।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এই টেস্ট দিয়েই নয় মাস পর সাদা পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় দফায় বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়ার পরও প্রথম টেস্ট তার।

বাংলাদেশ একদশেও আছে কিছু চমক। নিয়মিত ওপেনার ইমরুল কায়েসের জায়গায় হয়নি। আগের টেস্টগুলোতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলা লিটন দাস তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরুর দায়িত্ব পেয়েছেন।

বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন মুশফিকুর রহিম। তাই উইকেটরক্ষক হিসেবে এই ম্যাচে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

ঘাসে ভরা উইকেট হওয়ায় বাংলাদেশ খেলছে তিন পেসার নিয়ে। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরান পাওয়েল, শেই হোপ, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল। 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago