‘ব্রাজিলের চোখে চোখ রেখে লড়বে বেলজিয়াম’

বিশ্বকাপে যেরকম ফর্মে আছে ব্রাজিল, তাতে প্রতিপক্ষ যেকোনো দলেরই চিন্তিত হওয়ার কথা। তবে বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি বলছেন, ব্রাজিল যত শক্তিশালীই হোক, তার দল চোখে চোখ রেখেই লড়াই করবে।
দুইদিন আগেই বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, তার দলের ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই। এবার কোচের সাথে সুর মিলিয়ে কথা বললেন ইনজুরি কাটিয়ে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফেরা কোম্পানি, ‘ব্যক্তিগত শক্তিমত্তা দেখতে গেলে এই টুর্নামেন্টে ব্রাজিলের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তবে তাই বলে আমাদের সুযোগ কোন অংশেই কমে যাচ্ছে না। প্রতিপক্ষ ব্রাজিল বলে খেলার আগেই হেরে গেছি, এমন ভেবে রাতের ঘুম নষ্ট করছি না আমরা।’
ব্রাজিলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়বেন বলেই জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার, ‘রক্ষণের দিক থেকে তারা খুব দৃঢ়। রক্ষণে তাদের সাথে দ্বৈরথে জেতা খুব কঠিন। আক্রমণেও খুব শক্তিশালী তারা। যেকোনো পরিস্থিতি থেকে উত্তরণের কোন না কোন উপায় তারা ঠিক বের করে ফেলে। কিন্তু আমরাও তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ব।’
ব্রাজিলের বিরুদ্ধে ব্যক্তিগত অহংয়ের লড়াইয়ে না গিয়ে দলগতভাবেই তাদের মোকাবেলা করার আহবান জানিয়েছেন কোম্পানি, ‘ম্যাচটা আমাদের দলগতভাবে খেলতে হবে, ব্যক্তিগত লড়াইয়ে গেলে আমরা হেরে যাব। ম্যাচটা যদি ব্যক্তিগত লড়াইয়ের মঞ্চ হয়ে ওঠে, তাহলে আমাদের কোন সুযোগই নেই। যদি আমরা দল হিসেবে খেলি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে আমাদের পক্ষে জেতা খুবই সম্ভব। আমরা দল হিসেবে প্রতিনিয়তই উন্নতি করছি। ব্রাজিলের বিপক্ষে আমাদের খেলাটাকে অন্য পর্যায়ে তুলে নিতে হবে। আশা করছি আমরা সেটা পারব।’
আরও পড়ুন ঃ ‘পত্রিকাগুলো ফাঁকা জায়গা ভরতে নেইমারের পিছু নিয়েছে’
Comments