‘জাতীয় পতাকা অবমাননা’ ও ‘ভুয়া জন্মদিন’ মামলায় খালেদার জামিন নাকচ

Begum Khaleda Zia
খালেদা জিয়া | ফাইল ছবি

জাতীয় পতাকার অবমাননা ও ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছে ঢাকার দুটি আদালত।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব ও মো. খুরশিদ আলম আজ এই দুই মামলায় খালেদার পক্ষে করা জামিন আবেদন নাকচ করেন।

গত ২১ জুন এই দুই মামলায় খালেদার জামিন আবেদন নিয়ে আদেশের জন্য ৫ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত।

বিএনপির চেয়ারপারসন এই দুই মামলার জন্য ২২ মে হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। ২০১৬ সালে ঢাকায় খালেদার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

1h ago