‘জাতীয় পতাকা অবমাননা’ ও ‘ভুয়া জন্মদিন’ মামলায় খালেদার জামিন নাকচ
জাতীয় পতাকার অবমাননা ও ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছে ঢাকার দুটি আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব ও মো. খুরশিদ আলম আজ এই দুই মামলায় খালেদার পক্ষে করা জামিন আবেদন নাকচ করেন।
গত ২১ জুন এই দুই মামলায় খালেদার জামিন আবেদন নিয়ে আদেশের জন্য ৫ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত।
বিএনপির চেয়ারপারসন এই দুই মামলার জন্য ২২ মে হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। ২০১৬ সালে ঢাকায় খালেদার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছিল।
Comments